Cristiano Ronaldo : “কে কি বললো, অতো পাত্তা দিইনা”, সমালোচকদের মুখে ঝামা ঘোষলো রোনাল্ডো 

0
16
Cristiano Ronaldo :
Cristiano Ronaldo : "I don't care what people say about my move to Saudi, I'm happy here"

Cristiano Ronaldo : ৩ রা জানুয়ারি জনসমক্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হাজির করলেন সৌদি আরবের ক্লাব আল নাসর। সৌদি আরবের ক্লাবে যোগদান করার পর রোনাল্ডোর প্রথম সারির ক্লাব কেরিয়ারের ইতি ঘটলো বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। যদিও এমন সমস্ত মন্তব্য নিয়ে বিশেষ ভাবিত নন খোদ রোনাল্ডো নিজে।

সাংবাদিক সম্মেলনে এই বিষয় কথা উঠলে পর্তুগিজ সুপারস্টার ফুটবলার বলেছেন,

“আমার সৌদিতে আসা নিয়ে কে কি বললো, সেই সব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নই আমি। আমি ভীষণ খুশি আছি এখানে।” 

গত ২২ শে নভেম্বর রোনাল্ডোর চুক্তি বাতিল ক‍রেছিলো ম‍্যানচেস্টার ইউনাইটেড। পিয়েরস মর্গ‍্যানকে দেওয়া তার বিস্ফোরক সাক্ষাৎকারের পর এই হাল হয়। বিস্ফোরক সাক্ষাৎকারে ক্লাবের পরিকাঠামো, এরিক টেন হ্যাগ এবং একসময়কার সতীর্থ ওয়েন রুনিকে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রোনাল্ডো।

ইউরোপীয়ান ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) রেকর্ড আলাদা মার্গের। ৫ বার চ‍্যাম্পিয়ান্স লিগ জিতেছিলেন তিনি। এরমধ্যে হ‍্যাটট্রিক আছে তার।

আরও পড়ুনঃ Rishabh Pant : চিকিৎসার জন্যে মুম্বাইতে স্থানান্তর করা হচ্ছে ঋষভ পন্তকে

ইংল্যান্ড, স্পেন, ইতালিতে তার ক্লাব ফুটবলে সাফল্য অভাবনীয়। ম‍্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে তার সফল‍্য চোখ ধাঁধানো। জিতেছেন ৫ বার ব‍্যালন ডি’অঁর।

ইউরোপের ক্লাব ফুটবলের আসরে মোট ৯৪৯ ম‍্যাচ খেলেছিলেন রোনাল্ডো সেখানে ৭০১ টা গোল করার পাশাপাশি ২২৩ টা অ্যাসিস্ট করেছেন তিনি।

এইমুহুর্তে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগদান করেছেন রোনাল্ডো। ১১ ম‍্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে এই ক্লাব। এই মুহূর্তে এই ক্লাবের কোচের ভূমিকায় আছেন ইউরোপীয়ান ফুটবলে পোড় খাওয়া কোচ রুডি গার্সিয়া।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : জয়ের কাছাকাছি পৌঁছে হেরে হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক সানাকা