Cristiano Ronaldo – সৌদি আরবের ক্লাব আল নাসরের ফ্যানেদের প্রতি বিশেষ বার্তা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি ইনস্টাগ্রামের স্টোরি পোস্টে রোনাল্ডো তার সৌদি আরবের ক্লাবের ফ্যানেদের জানিয়েছেন খুব শীঘ্রই তাদের সাথে দেখা করতে চলেছেন তিনি।
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড রোনাল্ডোর সাথে চুক্তি ছিন্ন করার পর থেকে তার ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। পিয়েরস মর্গ্যানকে দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে যাবতীয় সমস্যার সূত্রপাত। (Cristiano Ronaldo)
ইউরোপের কোনও বড়ো ক্লাবে খেলার ইচ্ছা ছিলো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। কিন্তু এবার সেটা আর সম্ভব হলোনা। ৩৭ বছর বয়সী এই ফুটবলার’কে এবার খেলতে দেখা যাবে সৌদি আরবের ক্লাব আল নাসরে। ক্লাবের তরফে ইনস্টাগ্রামে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।
All eyes on Riyadh as the world's greatest @Cristiano will be unveiled in Al Nassr colours for the very first time 🔥⌛️
— AlNassr FC (@AlNassrFC_EN) January 2, 2023
📍 Mrsool Park @VictoryArena_sa
🗓️ Tomorrow, 3 Jan
🕗 7pm#HalaRonaldo 💛 pic.twitter.com/o2z8p1dnW4
আরও পড়ুনঃ IND vs SL 2023 : “ছেলেদের বলেছি, খেলাটা উপভোগ করতে” : হার্দিক পান্ডিয়া
“এই খবর ইতিহাস গড়ার থেকেও বড়ো। এই সাইনিং টা আমাদের ক্লাবকে সাফল্য পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিলোনা শুধু, পাশাপাশি সমৃদ্ধ করলো আমাদের লিগ, দেশ, ভবিষ্যৎ প্রজন্ম কেও। আল নাসরে স্বাগতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।”
ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে সেরা ফুটবলার কে এবার দাপট দেখাতে দেখা যাবে ভিন্ন মহাদেশের ক্লাব ফুটবলের আসরে। এখনও পর্যন্ত নিজের বর্ণময় ক্লাব ফুটবল কেরিয়ারে রোনাল্ডো খেলেছিলেন – স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড (দুই দফা), রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস।