Cristiano Ronaldo – স্বপ্ন পূরণ হলো সিরিয়ার ভূমিকম্পে বাবাকে হারানো কিশোর রাবিহ শাহীনের। শুক্রবার তিনি দেখা করলেন তার আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে।
শুক্রবার সৌদি প্রো লিগে আল বাতিনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়লাভ করেছিলো আল নাসর। ম্যাচের ঘন্টাখানেক আগে তার স্বপ্ন পূরণ করেন রোনাল্ডো। (Cristiano Ronaldo)
সংযুক্ত আরব আমিরশাহীর রিলিফ ক্যাম্পের তরফে সিরিয়ায় এসেছিলেন আমিরাতের সাংবাদিক মুন্থের আল – মুজাকি। সেই সময় শাহীনের সাথে পরিচয় হয় তার। তিনি সেই কিশোরের ছবি পোস্ট করেন, এবং জানান তার স্বপ্ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সাথে দেখা করা।
"أبي ميت بس"
— 🇦🇪 منذر المزكي الشامسي (@M_Almuzaki) February 16, 2023
كلمة قالها طفل سوري بعفويته لكنها كسرت قلوبنا .. قصة عشقه للنادي النصر السعودي وأمنيته للقاء لاعبه المفضل " #كرستيانو_رونالدو .
من يدري ربما تتحقق الأمنيات يوماً ويجبر الله خاطره.@AlNassrFC @Turki_alalshikh #زلزال_سوريا pic.twitter.com/ihC7Zi8l0v
فرحتك فرحه لي …حفظ الله مولاي الملك وسمو سيدي القائد الملهم ولي العهد رئيس مجلس الوزراء والشعب السعودي الكريم والشكر للنجم العالمي الكبير… 🇸🇦❤️ pic.twitter.com/9G7ZjhJx8B
— TURKI ALALSHIKH (@Turki_alalshikh) March 3, 2023
পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে সেই ভিডিও এবং একটা সময় সেটা গিয়ে পৌঁছয় সৌদি আরবের জেনারেল অথরিটি অফ এন্টারটেনমেন্ট তুর্কি আর শেখের কাছে। তিনি সেই ভিডিও দেখে এতোটাই মুগ্ধ হন যে রাবিহ এবং তার পরিবার কে বিমানে রিয়াধে আনার ব্যবস্থা করেন।
গত ২৪ শে ফেব্রুয়ারি রিয়াধে পরিবার সহ এসে পৌঁছন রাবিহ। ওই সময় তার রিয়াধে ঘোড়াঘুড়ি করার বেশ কিছু ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় এবং শেষে নিজের আইডলের সাথে দেখা করার সুযোগ আসে তার কাছে। আল – শেখ সেই ভিডিও পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
রোনাল্ডো কে ভালোবেসে ‘আই লাভ ইউ’ বলেন সেই কিশোর। করে দেখান ‘সিউউ’ সেলিব্রেশন। আল বাতিনের বিরুদ্ধে আল নাসরের জয় দেখেছেন তিনি মাঠে বসে।
আরও পড়ুনঃ WPL 2023 : দেখে নিন স্মৃতি মান্ধানাদের দিল্লি বধের প্রস্তুতির ভিডিও