Cristiano Ronaldo : জিমে বসেই দলকে তাতালেন রোনাল্ডো, দেখুন ভিডিও 

0
16
Cristiano Ronaldo encouraged the team while sitting in the gym
Cristiano Ronaldo encouraged the team while sitting in the gym

Cristiano Ronaldo – সদ‍্য আন্ডেরসন টালেস্কার করা জোড়া গোলে আল টাই’কে ২-০ গোলে হারিয়েছিলো আল – নাসর। সেই ম‍্যাচ চলাকালীন জিম করতে করতে দলকে তাতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এফ এ দুই ম‍্যাচ নিষিদ্ধ করেছিল রোনাল্ডোকে, তাই শুক্রবার আল নাসরের হয়ে অভিষেক করতে পারেননি তিনি। গত মরশুমে ম‍্যানচেস্টার ইউনাইটেডে খেলাকালীণ এভার্টনের এক ফ‍্যানের মোবাইল ভেঙে দিয়েছিলেন তিনি ।(Cristiano Ronaldo)

অবশ্য রোনাল্ডো না খেললেও আল নাসরের জয় পেতে সমস্যা হয়নি। ম‍্যাচের ৪২ এবং ৪৭ মিনিটে গোল করেন টালিস্কা। সেই সময় জিমে বাইসাইকেল চালাচ্ছিলেন রোনাল্ডো, সতীর্থদের উৎসাহ দিয়েছেন। (Cristiano Ronaldo)

এই জয়ের ফলে আল নাসর সৌদি প্রো লিগে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে। ১২ ম‍্যাচ পর তাদের পয়েন্ট সংখ্যা ২৯। দ্বিতীয় স্থানে থাকা আল শাবারের থেকে চার পয়েন্টে এগিয়ে তারা। সৌদি প্রো লিগে শীর্ষ স্থানে থাকা এই দুই দল মুখোমুখি হবে ১৪ ই জানুয়ারি।‌

প্রসঙ্গত, ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সবাইকে অবাক করে দিয়ে সৌদি আরবের একটি প্রথম সারির ক্লাবে সই করেছিলেন পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগদান করেছেন রোনাল্ডো। নিঃসন্দেহে এমন পদক্ষেপের ফলে লাভবান হবে এশিয়ান ফুটবল।

আরও পড়ুনঃ Asia Cup 2023 : পিসিবি প্রধানের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিল এসিসি

বর্তমানে রোনাল্ডো জ্বরে ভুগছে গোটা সৌদি আরব। আর এই জ্বরের মাত্রা বাড়িয়ে এই পাগলামিকে একেবারে অন‍্য এক মাত্রা নিয়ে গেলেন সৌদি আরবের এক সংবাদ প্রকাশনী সংস্থা। (Cristiano Ronaldo)

Arabian Business নামের একটি বিজনেস সংক্রান্ত পোর্টাল বিশ্বের প্রথম ‘Ronaldo Correspondent’ নিয়োগ করে চমক দিয়েছেন। ইতিমধ্যে এবিষয় প্রার্থী নেওয়ার জন্য বিজ্ঞাপন জারি করেছেন তারা। চাকুরী প্রার্থীর কাজ হবে, আল নাসর ক্লাবের সব ম‍্যাচ ফলো করা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে প্রতি মুহূর্তের আপডেট দেওয়া। (Cristiano Ronaldo)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সিরিজের শেষ তথা মরণ-বাঁচন ম্যাচ খেলতে রাজকোটে পৌঁছল হার্দিক বাহিনী, দেখুন সেই ভিডিও