Cristiano Ronaldo : বড়দিনে রোনাল্ডোকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন সঙ্গী জর্জিনা

0
147
Cristiano Ronaldo : Cristiano Ronaldo's partner Georgina surprises him with luxury Rolls Royce convertible for Christmas
Cristiano Ronaldo : Cristiano Ronaldo's partner Georgina surprises him with luxury Rolls Royce convertible for Christmas

Cristiano Ronaldo – আপাতত ফুটবল থেকে বেশ খানিকটা দুরে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। সম্প্রতি সপরিবারে ক্রিসমাস পালন করেছিলেন তিনি। রোনাল্ডোকে বড়োদিনের উপহার হিসেবে তার সঙ্গী জর্জিনা একটি আট কোটি টাকা দামের রোলস রয়েলস গাড়ি উপহার দিয়েছেন। পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে জর্জিনা সেই মুহূর্ত শেয়ার করেছেন।

এদিকে, সাত বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল – নাসরে যোগদান করতে চলেছেন রোনাল্ডো, এমনটাই শোনা যাচ্ছে। প্রথম পর্যায়ে ২০০ মিলিয়ন ইউরো পাবেন তিনি প্রতিবছর। তারপর ২০২৪ সালের শেষে তার পারিশ্রমিক বাড়ানো হবে।

গত ২২ শে নভেম্বর ম‍্যানচেস্টার ইউনাইটেড বাতিল করেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তি। এরপর বিশ্বকাপে ফ্রি এজেন্ট হিসেবে খেলতে নেমেছিলেন তিনি। সেই সময় থেকেই আল নাসরের সাথে রোনাল্ডোর নাম জড়ায়। (Cristiano Ronaldo)

৩৭ বছরের এই ফুটবলারের সাথে দুই বছরের চুক্তি করবে এই সৌদি আরবের ক্লাব, প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছিলো। কিন্তু স্প‍্যানিশ সংবাদ মাধ‍্যম ‘MARCA’র দাবী অনুযায়ী সাতবছরের চুক্তিতে আল নাসরে যোগদান করবেন রোনাল্ডো। অর্থাৎ ২০৩০ সাল অবধি তার সাথে চুক্তি সারতে চলেছে সংশ্লিষ্ট ক্লাব। (Cristiano Ronaldo)

২০২৪ সালে এই ক্লাবে খেলেই ফুটবলকে বিদায় জানাবেন রোনাল্ডো। এরপর থেকে সংশ্লিষ্ট ক্লাবের ব্রান্ড অ্যাম্বাসডর হিসেবে দেখা যাবে তাকে। (Cristiano Ronaldo)

আরও পড়ুনঃ AUS vs SA 2022 : শততম টেস্টে ডবল সেঞ্চুরি করার বিরল নজির গড়লেন ডেভিড ওয়ার্নার

ওই স্প‍্যানিশ পাবলিকেশনের রিপোর্ট অনুযায়ী খেলা ছাড়ার পর সৌদি আরবের ক্লাবের দূত হিসেবে কাজ করবেন রোনাল্ডো। ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের দায়িত্ব যাতে সৌদি আরব, ইজিপ্ট এবং গ্রীস পায়, সেই প্রচারের কাজে অন‍্যতম মুখ হতে চলেছেন তিনি।

এবারের বিশ্বকাপ চলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে তার আল নাসরে যোগদান করার ব‍্যাপারে জানতে চাওয়া হলে তিনি ভিত্তিহীন বলেই উড়িয়েছিলেন সেই খবর। অবশ্য সংশ্লিষ্ট ক্লাবের কোচ রুডি গার্সিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি চাইছেন রোনাল্ডো আসুক ক্লাবে সেই সময় এই কোচ বলেছিলেন,

“শুধু আমি একা কেনো, বিশ্বের যেকোনো ক্লাবের কোচ চাইবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো একজন ফুটবলার কে তার দলে পেতে। আমার সব সময় বিশ্বাস গ্রেট প্লেয়ারদের সাথে কাজ করাটা খুবই সহজ, কারণ তারা খুবই বুদ্ধিমান হয়।”

অবশ্য এখনো রোনাল্ডো তার পরবর্তী ক্লাব সম্পর্কে বিশেষ কোনও মুখ খোলেননি। তবে তার টার্গেট এখনও ইউরোপের কোনও ক্লাবেই খেলার। কিন্তু এখনও অবধি কোনও ইউরোপীয়ান ক্লাবের তরফে ভালো মানের প্রস্তাব পেয়ে ওঠেননি তিনি।

আরও পড়ুনঃ Liverpool : লিভারপুলে আসছে কাতার বিশ্বকাপ মাতানো ডাচ ফুটবলার