Cristiano Ronaldo : পর্তুগালের বিশেষ সন্মানে সন্মানিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

0
19
Cristiano Ronaldo : Cristiano Ronaldo receives 'High Prestige Sports Merit' award from the Portuguese Football Federation
Cristiano Ronaldo : Cristiano Ronaldo receives 'High Prestige Sports Merit' award from the Portuguese Football Federation

Cristiano Ronaldo – বৃহস্পতিবার পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে ‘High Prestige Sports Merit’ পুরস্কারে সন্মানিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের বর্ষসেরা ক্রীড়া ব‍্যক্তিত্বকে এই পুরস্কার দিয়ে সন্মান জানানো হয় প্রতিবছর। সশরীরে উপস্থিত থেকে এই পুরস্কার গ্রহণ করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তবে পুরস্কার প্রাপ্তির পর একটি ভিডিও বার্তা দিতে দেখা গেছে আল – নাসরের আক্রমণ ভাগের ফুটবলারকে।

২০২২ সালটা দারুণ ঘটনা বহুল কেটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম‍্যানচেস্টার ইউনাইটেডে এরিক টেন হ‍্যাগ কোচ হয়ে আসার পর দলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন তিনি। ক্লাবের নয়া কোচের অধীনে মাত্র চারটি লিগের ম‍্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। (Cristiano Ronaldo)

তার আগের মরশুমে ম‍্যানচেস্টার ইউনাইটেডের সর্বাধিক গোল স্কোরার হিসেবে শেষ করেছিলেন রোনাল্ডো। সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৩৮ ম‍্যাচে ২৪ টা গোল করে ফেলেছিলেন। কিন্তু পুরনো ক্লাবে তার দ্বিতীয় মেয়াদ একেবারেই প্রত‍্যাশা মাফিক হলোনা। (Cristiano Ronaldo)

২০২২ ফিফা বিশ্বকাপটাও ভালো যায়নি রোনাল্ডোর। কোয়ার্টার ফাইনালে মরোক্কোর কাছে হেরে বিদায় নেয় তার দেশ। ইদানিং রেকর্ড ২০০ মিলিয়ন ডলার প্রতি বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগদান করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (Cristiano Ronaldo)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বর্ডার – গাভাস্কার ট্রফি শুরুর আগে জিম চর্চা শুরু করলেন বিরাট কোহলি, দেখুন ভিডিও

নিজের বর্ণময় ফুটবল কেরিয়ারে একাধিক সন্মানে সন্মানিত হয়েছেন রোনাল্ডো। একের পর এক সন্মানে সন্মানিত হতেই থাকেন তিনি। ৩৭ বছর বয়সে কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়ার পরেও এখনও পুরস্কার, সন্মান পাওয়ার পালা জারি আছে তার।

পর্তুগালের হয়ে শেষ আট ম‍্যাচে একটি মাত্র গোল করেছিলেন রোনাল্ডো। তার বর্তমান ক্লাব আল নাসরের হয়েও এখনো খুলতে পারেননি গোলের খাতা। যদি সৌদি আরবের কম্বাইন্ড দলের হয়ে প‍্যারিস সাঁজার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে জোড়া গোল করেছিলেন। ম‍্যাচে অবশ্য পিএসজির কাছে ৫-৪ গোলে হেরে গেছিলো রোনাল্ডোর দল।

আরও পড়ুনঃ Shubman Gill : রোহিত, বিরাটের মাপেরই ক্রিকেটার শুভমান গিল, মত কোহলির ছোটোবেলার কোচের