
Cristiano Ronaldo – বৃহস্পতিবার রিয়াধে অনুষ্ঠিত হয়েছিল বহু প্রতিক্ষিত প্রদর্শনী ফুটবল ম্যাচ। যে ম্যাচে খেলার মধ্যে দিয়ে সৌদি আরবে জার্নি শুরু হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাচে মুখোমুখি হয়েছিলো প্যারিস সাঁজা বনাম রিয়াধ সিজেনড টিম। সৌদি আরবের দুই দল আল নাসর এবং আল হিলালের ফুটবলার রা মিলে খেললো সেই ম্যাচ।
নিজের ক্লাব আল নাসরের হয়ে শেষ দুটো ম্যাচ খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাকালীণ দুটো ম্যাচে ব্যান ছিলেন তিনি।সেই কারণে তার খেলা হলোনা এই দুটো ম্যাচে। (Cristiano Ronaldo)
সৌদি আরবের হয়ে বুকে প্রথম ম্যাচে খেলতে নেমে রোনাল্ডো বুঝিয়ে দিলেন কেনো তাকে এতো বিরাট পরিমাণ অংকের বিনিময়ে আল নাসর দলে নিয়েছে। মেসি, নেইমার, এমবাপ্পে, র্যামোস সমৃদ্ধ পিএসজির বিরুদ্ধে এদিন জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (Cristiano Ronaldo)
খেলা শুরুর প্রথম তিন মিনিটের মধ্যে নেইমারের পাস থেকে মেসি গোল করেন। এরপর ৩৪ মিনিটে দলকে সমতায় ফেরায় রোনাল্ডো। ফের ৪৩ মিনিটে পিএসজি এগিয়ে যায়। পরবর্তী সময়ে অতিরিক্ত সময় গোল করে রিয়াধের দলকে সমতায় ফেরায় রোনাল্ডো। তবে দলে হার আটকাতে পারেননি তিনি। কারণ শেষ অবধি ৪-৫ গোলে এই ম্যাচ হারে রিয়াধ। (Cristiano Ronaldo)
সেই ম্যাচে একাধিক এমন মুহূর্ত তৈরী হয়েছে যা ফ্যানেদের নজর কেড়েছিলো। সোশ্যাল মিডিয়ায় এখন ভীষণ ভাইরাল সেই সব মুহুর্ত। এমন একটি ভিডিও তে পিএসজির প্রাক্টিসের সময় রোনাল্ডোর মেসি, নেইমার, এমবাপ্পের সাথে আলাপের ভিডিও এখন ভীষণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সবাই কেই জড়িয়ে ধরেছেন রোনাল্ডো কথা বলার সময়।
What an incredible sequence! 🤩
— Paris Saint-Germain (@PSG_English) January 19, 2023
Thank you Riyadh! ❤️💙#PSGRiyadhSeasonTeam #PSGQatarTour2023 pic.twitter.com/O4uKHfQbjk
So happy to be back on the pitch, and on the score sheet!! And nice to see some old friends!👍🏼 pic.twitter.com/qZqKGHsrVD
— Cristiano Ronaldo (@Cristiano) January 19, 2023
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : শুভমান গিলের খেলায় রজার ফেডেরার’কে খুঁজে পেলেন প্রাক্তন পাক তারকা
Stop the toxicity , they just don't care about the comparison .. its beyond valuation , a perfect story of two greats ,Feel this night because it won't come back again.🥹🐐🫶🏻🐐#Messi𓃵 #CristianoRonaldo𓃵 #CristianoRonaldo #CR7𓃵 #AlNassrvsPsg #AlNassr #PSGRiyadhSeasonTeam pic.twitter.com/M0NjNB40tW
— Tehzeeb Viratian 18 (@ViratianTehzeeb) January 19, 2023
messi, neymar and mbappé celebrating messi's goal #PSGRiyadhSeasonTeam pic.twitter.com/xTgI6A2217
— ♡ (@aryagcndry) January 19, 2023
খেলার পর রোনাল্ডো বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশানে লেখেন,
“ফের মাঠে ফিরে ভীষণ খুশি আমি। গোলের খাতায় নাম রয়েছে। বেশ কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা হলো।”
রোববার সৌদি আরবের প্রফেশনাল লিগে অভিষেক হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রিয়াদের মিরসোল পার্ক স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হবে আল ইত্তেফাক বনাম আল নাসর।
আরও পড়ুনঃ Messi : সৌদি আরব পৌঁছে উষ্ণ অভ্যার্থনা পেলো মেসিরা