
Cristiano Ronaldo – অবশেষে সৌদি আরবে গোলের খড়া কাটলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শুক্রবার সন্ধ্যায় আল হাসায় প্রিন্স আবদুল্লাহ বিন জালওয়ায়ি স্পোর্টস স্টেডিয়ামে আল ফাতেহর বিরুদ্ধে ম্যাচে আল নাসরের হয়ে প্রথম গোলটি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলার একদম স্টপেজ টাইমে গোলটা করেছিলেন রোনাল্ডো। এই গোলের সুবাদে রোনাল্ডোর টিম সমতায় ফিরেছিলো ম্যাচে। এবং তুলে নেয় গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।
নতুন ক্লাবে রোনাল্ডোর প্রথম গোলটা এলো একেবারে পেনাল্টি স্পট থেকে। তবে ম্যাচে হারের মুখোমুখি হয়ছিলো তার দল, রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে জীবনদান পায় তার ক্লাব, সেটা বলাই যায়। এই পেনাল্টি থেকেই নতুন ক্লাবে গোলের খাতা খুললেন রোনাল্ডো। (Cristiano Ronaldo)
ম্যাচে দুই বার পিছিয়ে থেকে গোল শোধ করেছিলো আল নাসর। শেষ অবধি খেলা শেষ হয় গোল শূন্য ভাবে। ম্যাচের প্রথম এবং দ্বিতীয় অর্ধে দুটো গোল করেছিলেন আল ফাতেহ। প্রথমার্ধে টালিস্কার করা গোলে সমতায় ফেরে আল নাসর। রোনাল্ডো গোল করার পর লাল কার্ড দেখেছিলেন তিনি। টালিস্কা চলতি মরশুমে আল নাসরের সর্বোচ্চ গোল স্কোরার, এখনও অবধি ১৩ টা গোল করেছেন তিনি। (Cristiano Ronaldo)
আরও পড়ুনঃ Umran Malik : উমরানের মতো পেসার পাকিস্তানের গলি গলিতে পাওয়া যায়, বিতর্কিত মন্তব্য পাক পেসারের
ম্যাচের প্রথমার্ধ ভালো যায়নি রোনাল্ডোর, দুটো গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি ওই সময়। একটা সময় ফাকা বার পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হয়েছিলেন রোনাল্ডো। এরপর মিনিট খানেক বাদে আরেকবার একটি পাস বাড়ায় রোনাল্ডোর এক সতীর্থ, কিন্তু পর্তুগিজ তারকা সেই বল বারে মেরে বসেন। (Cristiano Ronaldo)
Ronaldo is 𝐔𝐏 𝐀𝐍𝐃 𝐑𝐔𝐍𝐍𝐈𝐍𝐆 🐐
— Roshn Saudi League (@SPL_EN) February 3, 2023
He calmly converts a penalty-kick in second-half stoppage time to level on the night and open his account in Saudi Arabia 💪#RoshnSaudiLeague | #CR7𓃵 | @EnFatehclub | @AlNassrFC_EN | @Cristiano pic.twitter.com/L3tiql2DNG
ক্লাব পর্যায়ে এখনও অবধি ৭০২ খানা গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতবছর এভার্টনের বিরুদ্ধে গোল করার মধ্যে দিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ টা গোল করার নজির গড়েছিলেন রোনাল্ডো। রোনাল্ডোর ঠিক পরেই আছেন লিওনেল মেসি, ৬৯৭ টা গোল করেছেন তিনি এখনও অবধি।