Cristiano Ronaldo : স্বমহিমায় ফিরলেন রোনাল্ডো, আল ওয়েহদার বিরুদ্ধে করলেন ৪ গোল, দেখুন ভিডিও

0
11
Cristiano Ronaldo : Cristiano Ronaldo completes his 61st career hat-trick, scores four goals for Al Nassr against Al Wehda, watch video
Cristiano Ronaldo : Cristiano Ronaldo completes his 61st career hat-trick, scores four goals for Al Nassr against Al Wehda, watch video

Cristiano Ronaldo- তার নতুন ক্লাব সৌদি আরবের আল নাসরের হয়ে বৃহস্পতিবার আল ওয়েহেদার বিরুদ্ধে করলেন হ‍্যাটট্রিক সহ চার গোল। নতুন ক্লাবের হয়ে প্রথম দুই ম‍্যাচে গোল না করলেও শেষ ম‍্যাচে হ‍্যাটট্রিক করেছিলেন, ইদানিং ৩৮ এ পা দিয়েছিলেন রোনাল্ডো, এবার এক ম‍্যাচে করে ফেললেন চার গোল।

ম‍্যাচের ২১ মিনিটে প্রথম গোলটা করেন রোনাল্ডো। এরপর ৪০ মিনিটে আরেকটা গোল করেন। ম‍্যাচের ৫৩ মিনিটে কেরিয়ারের ৬১ তম হ‍্যাটট্রিক টি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চার নম্বর গোলটি করেন ৬১ মিনিটে। (Cristiano Ronaldo)

এটা আল নাসরের হয়ে তৃতীয় ম‍্যাচ ছিলো রোনাল্ডোর। ইতিমধ্যে নতুন ক্লাবে ৫ টি গোল করা হয়ে গেলো তার। লিগ ফুটবলে ৫০০ গোল করা হয়ে গেলো রোনাল্ডো, তিরিশের কোটা পেরানোর পর এটা তার ৩১ তম হ‍্যাটট্রিক। (Cristiano Ronaldo)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টেও খেলবেন না বুমরাহ

এই জয়ের ফলে সৌদি আরবের পেশাদার লিগের টেবিলের শীর্ষ স্থান নিলো আল নাসর। ১৬ ম‍্যাচ তাদের পয়েন্ট সংখ্যা ৩৭। আল শাবাবের পয়েন্ট সংখ্যা একই, তবে তারা অতিরিক্ত একটা ম‍্যাচ খেলেছে। আল শাবাব একটা ম‍্যাচ অতিরিক্ত খেলেছে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : খেলা চলাকালীন হাল্কা মেজাজে পাওয়া গেলো স্মিথ এবং কোহলিকে, দেখুন ভিডিও