FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের সবচেয়ে বড়ো ফ্লপ রোনাল্ডো, কড়া ভাষায় আক্রমণ কিংবদন্তি ফুটবলারের 

0
535
Cristiano Ronaldo big flop in FIFA World Cup 2022 claimed by Lothar Mathews
Cristiano Ronaldo big flop in FIFA World Cup 2022 claimed by Lothar Mathews

FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের অন‍্যতম ফ্লপ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনটাই বলে পর্তুগিজ সুপার স্টার ফুটবলারের কড়া সমালোচনা ক‍রেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম‍্যাথুজ।

বিশ্বকাপের আসরে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ইউসেবিওর রেকর্ড সংখ‍্যক নয়টি গোল করার‍ রেকর্ড ভাঙাকে পাখির চোখ করে খেলতে নেমেছিলেন ৩৭ বছরের রোনাল্ডো। কিন্তু পাঁচ ম‍্যাচে মাত্র একটি গোল করেছিলেন রোনাল্ডো। (FIFA World Cup 2022)

রাউন্ড অফ সিক্সটিনে স‍্যুইৎজারল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে তাকে বসিয়ে খেলা শুরু করেছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। ম‍্যাচে ৬-১ গোলে জেতে পর্তুগাল। রোনাল্ডোর প‍রিবর্ত হিসেবে খেলতে নামা র‍্যামোস হ‍্যাটট্রিক করেছিলেন। এরপর মরোক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও বেঞ্চ থেকে শুরু করেন রোনাল্ডো। (FIFA World Cup 2022)

কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়েছিল রোনাল্ডোর পর্তুগালের। তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির অবশ্য বিশ্বকাপ অভিযান শেষ হয় কাপ জিতে।‌ বিশ্বকাপের আসরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরম্যান্সের বিষয় ম‍্যাথুজ বলেছেন –

“নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড়ো ফ্লপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একদম মেসির বিপরীত। নিজের ইগো দিয়ে গোটা পর্তুগাল দলটার সমস্যা তৈরী করেছে রোনাল্ডো।”

এদিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে চাইছে ফ্রান্সের ক্লাব মার্সেই। সংশ্লিষ্ট ক্লাবের কিংবদন্তি ফুটবলার বাসিলে বোলি কনফার্মড করেছেন মার্সেই’য়ের তরফে কথা বলা হয়েছে রোনাল্ডোর সাথে। তাকে ২০২৩ সালের ফরাসি লিগের জন্যে চাইছে তারা। (FIFA World Cup 2022)

ব্রিটিশ সঞ্চালক পিয়েরস মর্গ‍্যানকে বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার পর পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছিলো ম‍্যানচেস্টার ইউনাইটেড, গত নভেম্বর মাসে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : কোহলির রানের খিদে চিন্তায় ফেলেছে অ্যালান ডোনাল্ডকে 

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে গেছিলো পর্তুগাল। গত সপ্তাহে নিজের প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে প্রাক্টিসে দেখা গেছিলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

NW Sports কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলি জানিয়েছেন মার্সেইয়ের তরফে কথাবার্তা চালানো হচ্ছে রোনাল্ডোর সাথে। তার মতে এই চুক্তি সম্পন্ন হলে রোনাল্ডো এবং মার্সেই উভয় পক্ষই লাভবান হবে। তিনি বলেছেন –

“অলিম্পিক মার্সেইয়ের সাথে কথাবার্তা চালিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আমার মতে ওর অবশ্যই আশা উচিত। বয়স হলে হবেকি, অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার ও। আমার মতে ফরাসি লিগে নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা আছে রোনাল্ডোর। মেসির ক্ষেত্রেই দেখুন, প্রথম মরসুমটা একেবারেই ভালো যায়নি ওর। কিন্তু দ্বিতীয় মরসুমে নিজেকে সম্পূর্ণ ভিন্ন মার্গে নিয়ে গেছে।”

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : অনুশীলনে চোট পেলেন কে এল রাহুল, কাল খেলবেন তো ? জানুন বিস্তারিত