Cristiano Ronaldo : রোনাল্ডোর বন্ধুকেও সই করাতে চলেছেন আল নাসর

0
52
Cristiano Ronaldo : Al-Nassr now trying to sign Sergio Ramos along with Cristiano Ronaldo
Cristiano Ronaldo : Al-Nassr now trying to sign Sergio Ramos along with Cristiano Ronaldo

Cristiano Ronaldo – পর্তুগালের সুপার স্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি তার রিয়াল মাদ্রিদের তারকা প্রাক্তন সতীর্থ সের্গিও র‍্যামোসকেও দলে আনতে চলেছে আল নাসর। শোনা যাচ্ছে প‍্যারিস সাঁজার এই তারকা ফুটবলারকে আনতে বদ্ধপরিকর তারা। আগামী গ্রীষ্মে র‍্যামোসের সাথে চুক্তি শেষ হতে চলেছে তার বর্তমান ক্লাব প‍্যারিস সাঁজার।

সাত বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল – নাসরে যোগদান করতে চলেছেন রোনাল্ডো, এমনটাই শোনা যাচ্ছে। প্রথম পর্যায়ে ২০০ মিলিয়ন ইউরো পাবেন তিনি প্রতিবছর। তারপর ২০২৪ সালের শেষে তার পারিশ্রমিক বাড়ানো হবে।

গত ২২ শে নভেম্বর ম‍্যানচেস্টার ইউনাইটেড বাতিল করেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তি। এরপর বিশ্বকাপে ফ্রি এজেন্ট হিসেবে খেলতে নেমেছিলেন তিনি। সেই সময় থেকেই আল নাসরের সাথে রোনাল্ডোর নাম জড়ায়। (Cristiano Ronaldo)

৩৭ বছরের এই ফুটবলারের সাথে দুই বছরের চুক্তি করবে এই সৌদি আরবের ক্লাব, প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছিলো। কিন্তু স্প‍্যানিশ সংবাদ মাধ‍্যম ‘MARCA’র দাবী অনুযায়ী সাতবছরের চুক্তিতে আল নাসরে যোগদান করবেন রোনাল্ডো। অর্থাৎ ২০৩০ সাল অবধি তার সাথে চুক্তি সারতে চলেছে সংশ্লিষ্ট ক্লাব। (Cristiano Ronaldo)

২০২৪ সালে এই ক্লাবে খেলেই ফুটবলকে বিদায় জানাবেন রোনাল্ডো। এরপর থেকে সংশ্লিষ্ট ক্লাবের ব্রান্ড অ্যাম্বাসডর হিসেবে দেখা যাবে তাকে। (Cristiano Ronaldo)

আরও পড়ুনঃ Kylian Mbappe : মার্টিনেজের অপমানের জবাব দিলেন এমবাপে

ওই স্প‍্যানিশ পাবলিকেশনের রিপোর্ট অনুযায়ী খেলা ছাড়ার পর সৌদি আরবের ক্লাবের দূত হিসেবে কাজ করবেন রোনাল্ডো। ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের দায়িত্ব যাতে সৌদি আরব, ইজিপ্ট এবং গ্রীস পায়, সেই প্রচারের কাজে অন‍্যতম মুখ হতে চলেছেন তিনি।

এবারের বিশ্বকাপ চলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে তার আল নাসরে যোগদান করার ব‍্যাপারে জানতে চাওয়া হলে তিনি ভিত্তিহীন বলেই উড়িয়েছিলেন সেই খবর। অবশ্য সংশ্লিষ্ট ক্লাবের কোচ রুডি গার্সিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি চাইছেন রোনাল্ডো আসুক ক্লাবে সেই সময় এই কোচ বলেছিলেন,

“শুধু আমি একা কেনো, বিশ্বের যেকোনো ক্লাবের কোচ চাইবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো একজন ফুটবলার কে তার দলে পেতে। আমার সব সময় বিশ্বাস গ্রেট প্লেয়ারদের সাথে কাজ করাটা খুবই সহজ, কারণ তারা খুবই বুদ্ধিমান হয়।”

অবশ্য এখনো রোনাল্ডো তার পরবর্তী ক্লাব সম্পর্কে বিশেষ কোনও মুখ খোলেননি। তবে তার টার্গেট এখনও ইউরোপের কোনও ক্লাবেই খেলার। কিন্তু এখনও অবধি কোনও ইউরোপীয়ান ক্লাবের তরফে ভালো মানের প্রস্তাব পেয়ে ওঠেননি তিনি।

আরও পড়ুনঃ Pele : কিংবদন্তি ফুটবলার পেলেকে শ্রদ্ধাজ্ঞাপন রোনাল্ডো, মেসিদের, জেনে নিন কে কি বললেন