
Cristiano Ronaldo : দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সুযোগ করে দিতে ভিনসেন্ট আবুবকর দল থেকে বাদ দিলো আল নাসর। এমনটাই দাবি করছে সৌদি আরবের সংবাদ মাধ্যম।
গতবছর নভেম্বর মাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে চুক্তি বাতিল করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকে পর্তুগালের এই তারকা ফুটবলার ফ্রি এজেন্ট ছিলেন। এরপর সদ্য আড়াই বছরের জন্য পাহাড় প্রমাণ টাকার চুক্তিতে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগদান করেন। (Cristiano Ronaldo)
পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী এই ফুটবলার এখনও অবধি আল নাসরের হয়ে খেলতে নামেননি। সদ্য স্কোয়াডে তার নাম রেজিস্ট্রেশন করিয়েছেন এই সৌদি আরবের ক্লাব, এবং তার জন্য ভিনসেন্ট আবুবকরের সাথে চুক্তি বাতিল করেছে আল নাসর। শোনা যাচ্ছে ক্যামেরুনের এই ফুটবলার এখন ফ্রি এজেন্ট। (Cristiano Ronaldo)
২০২২ সালে কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন আবুবকর। বিশ্বকাপের তিন ম্যাচে দুটো গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। স্কোয়াডে রোনাল্ডো কে নিতে এই ফুটবলার কে ক্লাব ছাড়তে বাধ্য করলো আল নাসর।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : অজয়কে শ্রীনাথের কথা মনে করিয়ে দিচ্ছেন উমরান মালিক
🚨 Al-Nassr canceled Vincent Aboubakar's contract and Cristiano Ronaldo registered in his place.
— Ekrem KONUR (@Ekremkonur) January 7, 2023
🇨🇲 🇵🇹 🟡 #AlNassr #النصر pic.twitter.com/mJwtfncFL5
অবশ্য আবুবকর কে নিতে ইচ্ছে প্রকাশ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড সেই খবর দেখেছি আমরা। তাকে লোনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলো রেড ডেভিলস, এমনটাও শোনা যাচ্ছিলো। রোনাল্ডো ক্লাব ছাড়ার পর থেকে একজন স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, শেষ অবধি আবুবকর কে নেন নাকি তারা, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : জীবন বদলে দেওয়া মানুষের নাম প্রকাশ্যে আনলেন হার্দিক পান্ডিয়া