
Cristiano Ronaldo – আল নাসর ক্লাব পোর্তুগিজ সুপার স্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নেওয়ার পর থেকে গোটা সৌদি আরব জুড়ে এখন উৎসবের মরশুম। এর মাঝে সংশ্লিষ্ট দেশের ক্লাবের লিগে আল – খলিজের মুখোমুখি হয়েছিল আল নাসের। সেই ম্যাচ চলাকালীন রোনাল্ডো নামে মুখরিত হলো স্টেডিয়াম।
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড রোনাল্ডোর সাথে চুক্তি ছিন্ন করার পর থেকে তার ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। পিয়েরস মর্গ্যানকে দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে যাবতীয় সমস্যার সূত্রপাত। (Cristiano Ronaldo)
ইউরোপের কোনও বড়ো ক্লাবে খেলার ইচ্ছা ছিলো রোনাল্ডোর। কিন্তু এবার সেটা আর সম্ভব হলোনা। ৩৭ বছর বয়সী এই ফুটবলারকে এবার খেলতে দেখা যাবে সৌদি আরবের ক্লাব আল নাসরে। ক্লাবের তরফে ইনস্টাগ্রামে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। (Cristiano Ronaldo)
“এই খবর ইতিহাস গড়ার থেকেও বড়ো। এই সাইনিংটা আমাদের ক্লাবকে সাফল্য পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিলোনা শুধু, পাশাপাশি সমৃদ্ধ করলো আমাদের লিগ, দেশ, ভবিষ্যৎ প্রজন্মকেও। আল নাসরে স্বাগতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।”
ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে সেরা ফুটবলারকে এবার দাপট দেখাতে দেখা যাবে ভিন্ন মহাদেশের ক্লাব ফুটবলের আসরে। এখনও পর্যন্ত নিজের বর্ণময় ক্লাব ফুটবল কেরিয়ারে রোনাল্ডো খেলেছিলেন – স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড (দুই দফা), রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস।
আরও পড়ুনঃ BCCI : আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে সতর্কবার্তা বোর্ডের, নয়া দায়িত্ব পেলো এনসিএ