Cristiano Ronaldo : রোনাল্ডোর খেলার প্রতি প‍্যাশন ফেরানোটা এখন চ‍্যালেঞ্জ আল নাসরের কোচের

0
29
Cristiano Ronaldo : Al-Nassr coach wants Ronaldo to ‘rediscover pleasure of playing’
Cristiano Ronaldo : Al-Nassr coach wants Ronaldo to ‘rediscover pleasure of playing’

Cristiano Ronaldo – ম‍্যানচেস্টার ইউনাইটেড থেকে বিতর্কিত ভাবে বিদায় নেওয়ার পর ফের ক্লাব ফুটবলে ফিরতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার নতুন ক্লাব আল নাসরের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, সৌদি আরবের এই ক্লাবে খেলার প্রতি ভালোবাসা কে পুনরায় জাগিয়ে তুলবেন রোনাল্ডো।

আল নাসরে ২০০ মিলিয়ন ইউরো প্রতিবছরের চুক্তিতে সই করেছিলেন রোনাল্ডো। ম‍্যানচেস্টার ইউনাইটেডে তার দ্বিতীয় দফার মেয়াদ একেবারেই ভালো ছিলো না বলা চলে। অত্যন্ত বিতর্কের মধ‍্যে দিয়ে সেই অধ‍্যায়ের সমাপ্তি ঘটে। (Cristiano Ronaldo) 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে কাজ করতে চলেছেন ভেবে দারুণ উত্তেজিত রুডি গার্সিয়া, একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, (Cristiano Ronaldo)

“আমি চাই রোনাল্ডো খেলার প্রতি ভালোবাসা, আবেগ এই বিষয় গুলোকে ফের ফিরে পাক। ইদানিং ম‍্যানচেস্টার ইউনাইটেড, দেশের দল এবং ব‍্যক্তিগত জীবন, সবকিছু মিলিয়ে বেশ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কেটেছে তার। ওনার খেলার আনন্দ ফিরে পেলেই, আমাদের লক্ষ‍্য পূরণ হবে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে খেলবেন না জসপ্রীত বুমরাহ, জানুন বিস্তারিত

প্রসঙ্গত, দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সুযোগ করে দিতে ভিনসেন্ট আবুবকর দল থেকে বাদ দিলো আল নাসর। এমনটাই দাবি করছে সৌদি আরবের সংবাদ মাধ‍্যম।

গতবছর নভেম্বর মাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে চুক্তি বাতিল করে ম‍্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকে পর্তুগালের এই তারকা ফুটবলার ফ্রি এজেন্ট ছিলেন। এরপর সদ‍্য আড়াই বছরের জন্য পাহাড় প্রমাণ টাকার চুক্তিতে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগদান করেন। (Cristiano Ronaldo)

পাঁচ বারের ব‍্যালন ডি’ওর জয়ী এই ফুটবলার এখনও অবধি আল নাসরের হয়ে খেলতে নামেননি। সদ‍্য স্কোয়াডে তার নাম রেজিস্ট্রেশন করিয়েছেন এই সৌদি আরবের ক্লাব, এবং তার জন্য ভিনসেন্ট আবুবকরের সাথে চুক্তি বাতিল করেছে আল নাসর। শোনা যাচ্ছে ক্যামেরুনের এই ফুটবলার এখন ফ্রি এজেন্ট। (Cristiano Ronaldo)

২০২২ সালে কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন আবুবকর। বিশ্বকাপের তিন ম‍্যাচে দুটো গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। স্কোয়াডে রোনাল্ডো কে নিতে এই ফুটবলার কে ক্লাব ছাড়তে বাধ‍্য করলো আল নাসর।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ফর্ম হারিয়েছে রোহিত শর্মা, দাবী প্রাক্তন তারকা ভারতীয় অলরাউন্ডারের