Cristiano Ronaldo – ব্রাজিলের ক্লাব কোরান্থিয়ান্স নিতে চেয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এমনটাই খবর এসেছে প্রকাশ্যে। সংশ্লিষ্ট ক্লাবের প্রেসিডেন্ট জানিয়েছেন তারা রোনাল্ডোকে ম্যানচেস্টার ইউনাইটেড যে পারিশ্রমিক দিতেন, ততটাই দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু আল নাসরের আর্থিক প্রস্তাবের কাছে হার মানেন তিনি।
গত সপ্তাহে ফ্রি ট্রান্সফারে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যে সৌদি আরবের এই ক্লাবের সাথে প্রাক্টিস শুরু করেছেন তিনি। (Cristiano Ronaldo)
এদিকে আন্ডেরসন টালেস্কার করা জোড়া গোলে আল টাই’কে ২-০ গোলে হারিয়েছিলো আল – নাসর। সেই ম্যাচ চলাকালীন জিম করতে করতে দলকে তাতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এফ এ দুই ম্যাচ নিষিদ্ধ করেছিল রোনাল্ডোকে, তাই শুক্রবার আল নাসরের হয়ে অভিষেক করতে পারেননি তিনি। গত মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাকালীণ এভার্টনের এক ফ্যানের মোবাইল ভেঙে দিয়েছিলেন তিনি। (Cristiano Ronaldo)
আরও পড়ুনঃ Sania Mirza : টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা
Cristiano Ronaldo no Corinthians? SIM! Duílio tentou contratar o atacante 7⃣🔥
— Gazeta Esportiva (@gazetaesportiva) January 6, 2023
"Às vezes trazer um cara assim é mais fácil, chove empresa para entrar no projeto"
"Tem que saber se o Coutinho quer"
E ainda dá para trazer o Coutinho? ⚫️⚪️#GazetaEsportiva pic.twitter.com/VjBDjpCIdu
অবশ্য রোনাল্ডো না খেললেও আল নাসরের জয় পেতে সমস্যা হয়নি। ম্যাচের ৪২ এবং ৪৭ মিনিটে গোল করেন টালিস্কা। সেই সময় জিমে বাইসাইকেল চালাচ্ছিলেন রোনাল্ডো, সতীর্থদের উৎসাহ দিয়েছেন। (Cristiano Ronaldo)
এই জয়ের ফলে আল নাসর সৌদি প্রো লিগে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে। ১২ ম্যাচ পর তাদের পয়েন্ট সংখ্যা ২৯। দ্বিতীয় স্থানে থাকা আল শাবারের থেকে চার পয়েন্টে এগিয়ে তারা। সৌদি প্রো লিগে শীর্ষ স্থানে থাকা এই দুই দল মুখোমুখি হবে ১৪ ই জানুয়ারি।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : হার্দিকের ক্যাপ্টেন্সি উপভোগ করেন ইরফান পাঠান