Cristiano Ronaldo : মেসির বিশ্বকাপ জয়ের থেকে  বেশি রোনাল্ডোর আল নাসরের অভিষেক দেখেছেন মানুষ

0
26
Cristiano Ronaldo :
Cristiano Ronaldo : "3 billion views on 40 channels" - Cristiano Ronaldo's Al Nassr unveiling got more views than Lionel Messi's World Cup final triumph 

Cristiano Ronaldo – সদ‍্য সৌদি আরবের ক্লাবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। চল্লিশ টা ভিন্ন চ‍্যানেলে তিন বিলিয়ন মানুষ সেই ভিডিও দেখেছে, এমনটাই জানা গেছে। যা ছাপিয়ে গেছে কাতারে মেসির বিশ্বকাপ জয়ের পরিসংখ্যান কে।

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় সব ধরনের চ‍্যানেল মিলিয়ে ভিউ পেয়েছিলো ২.৫ বিলিয়ন। ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবের ক্লাব রোনাল্ডোকে দলে নিয়ম ছিলো। তার সুবাদে এশিয়া মহাদেশের বুকে পা রাখার সাথে সাথে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন রন।

এদিকে, দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সুযোগ করে দিতে ভিনসেন্ট আবুবকর দল থেকে বাদ দিলো আল নাসর। এমনটাই দাবি করছে সৌদি আরবের সংবাদ মাধ‍্যম।

গতবছর নভেম্বর মাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে চুক্তি বাতিল করে ম‍্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকে পর্তুগালের এই তারকা ফুটবলার ফ্রি এজেন্ট ছিলেন। এরপর সদ‍্য আড়াই বছরের জন্য পাহাড় প্রমাণ টাকার চুক্তিতে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগদান করেন। (Cristiano Ronaldo)

আরও পড়ুনঃ Virat Kohli : মনে হয়না কোহলি ওরকম ছয় আর কখনও মারতে পারবে, MCG’তে তাকে মারা কোহলির ছক্কা প্রসঙ্গে বললেন রাউফ

পাঁচ বারের ব‍্যালন ডি’ওর জয়ী এই ফুটবলার এখনও অবধি আল নাসরের হয়ে খেলতে নামেননি। সদ‍্য স্কোয়াডে তার নাম রেজিস্ট্রেশন করিয়েছেন এই সৌদি আরবের ক্লাব, এবং তার জন্য ভিনসেন্ট আবুবকরের সাথে চুক্তি বাতিল করেছে আল নাসর। শোনা যাচ্ছে ক্যামেরুনের এই ফুটবলার এখন ফ্রি এজেন্ট। (Cristiano Ronaldo)

২০২২ সালে কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন আবুবকর। বিশ্বকাপের তিন ম‍্যাচে দুটো গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। স্কোয়াডে রোনাল্ডো কে নিতে এই ফুটবলার কে ক্লাব ছাড়তে বাধ‍্য করলো আল নাসর।

অবশ্য আবুবকর কে নিতে ইচ্ছে প্রকাশ করেছিল ম‍্যানচেস্টার ইউনাইটেড সেই খবর দেখেছি আমরা। তাকে লোনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলো রেড ডেভিলস, এমনটাও শোনা যাচ্ছিলো। রোনাল্ডো ক্লাব ছাড়ার পর থেকে একজন স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছে ম‍্যানচেস্টার ইউনাইটেড, শেষ অবধি আবুবকর কে নেন নাকি তারা, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : তৃতীয় ম‍্যাচে খেলার সময় চাপে ভুগেছিলেন শুভমান গিল, দাবী প্রাক্তন তারকা ওপেনারের