FIFA World Cup 2022 – রোববার আলবায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের হাইপ্রোফাইল ম্যাচে মুখোমুখি হতে চলেছে জার্মানি – স্পেন। ভারতীয় সময় আজ রাত ১২:৩০ টায় খেলা হবে এই ম্যাচ।
টুর্নামেন্টের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে অবাক হার হারায় কার্যত এই ম্যাচে এখন মরনবাঁচন লড়াই জার্মানির কাছে। এমনিতেই ২০১৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন, এবার’ও যাতে অমন লজ্জার কোনও পরিস্থিতি যাতে তৈরি না হয়, এমনটাই চাইবেন জার্মানির ফুটবলার’রা।
এমন একটা সময় কোস্টারিকা জাপান’কে ১-০ গোলে হারিয়ে বিরাট জীবনদান দিলো জার্মানিকে। জাপানের হারের পর সংশ্লিষ্ট গ্রুপের অংকের যা সমীকরণ হয়ে দাড়িয়েছে এখন, তাতে যদি স্পেনের কাছে হেরেও যায় জার্মানি, তাহলেও তাদের শেষ ষোলোতে স্থান নিশ্চিত করতে কোনও সমস্যা হবে না। (FIFA World Cup 2022)

স্পেন, কোস্টারিক, জাপান – তিন দলের পয়েন্ট সংখ্যা এখন তিন। জার্মানির পয়েন্ট সংখ্যা শূন্য। কোনও ভাবে মুলাররা যদি স্পেন’কে হারিয়ে দেয় তাহলে এই গ্রুপের প্রতিটি দলের পয়েন্ট সংখ্যা হয়ে দাড়াবে ৩। সেক্ষেত্রে কোন দুই দল শেষ ১৬ রাউন্ডে যাবে সেটা নির্ধারিত হবে শেষ ম্যাচ ডে’র দিন।
এবার যদি স্পেন ম্যাচে জার্মানি কে হারিয়ে দেয়, তাহলে তারা’ ৬ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে যাবে শেষ ষোলো পর্বে। তখনও ‘শূন্য’ পয়েন্ট নিয়ে বসে থাকা জার্মানির কাছে সুযোগ থাকবে প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়ার। তার কারণ জাপানের কাছে শেষ ম্যাচে জেতাটা কঠিন, কারণ তারা মুখোমুখি হবে স্পেনের।
অন্যদিকে জার্মানির প্রতিপক্ষ কোস্টারিকা, বর্তমানে গোল পার্থক্যের বিচারে কোস্টারিকার অবস্থা ভীষণ শোচনীয়, -৭ তাদের। জাপানের গোল পার্থক্য এখন শুন্য, তাই কোস্টারিকা ম্যাচে জিতলেই সহজে পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে জার্মানি।
প্রসঙ্গত,কেইসের ফুলারে করা একমাত্র গোলে জাপানকে হারিয়ে দিয়েছে কোস্টারিকা।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : পরের বছর ওয়ানডে বিশ্বকাপে খেলার পরিকল্পনা নিয়ে মুখ খুললেন শুভমান গিল