MS Dhoni – আইপিএল ২০২৩ শুরুর আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে সাক্ষাৎ করলেন ক্রিস গেইল। রোববার ইন্সটাগ্রাম ধোনির সাথে নিজের তোলা তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিস গেইল। কি উপলক্ষে তারা দেখা করলেন সেটা এখনও স্পষ্ট নয়, তবে দেখে মনে হচ্ছে কোনও একটা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যে এক হয়েছিলেন দুজনে।
রিপোর্ট অনুযায়ী আইপিএলের নতুন লাইভ স্ট্রিমিং পার্টনার jio Cinema ধোনিকে আসন্ন আইপিএলের প্রমোশনের জন্যে চুক্তি সেরেছে। ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে যোগদান করছেন ক্রিস গেইল। ইতিমধ্যে গেইল’কে গতবছর ডিসেম্বর মাসে আইপিএলের নিলাম চলাকালীন জিও’র হয়ে কাজ করতে দেখা গেছিলো। (MS Dhoni)
দেখে মনে হচ্ছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টি তাদের প্রমোশনের কোনও কাজের জন্যে এই দুই তারকাকে নিয়োগ করেছে। গেইল সেই ছবি গুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন “দীর্ঘজীবী হোক, কিংবদন্তীরা।”,এই শীর্ষকে। (MS Dhoni)
আরও পড়ুনঃ PSL : দর্শকদের বিশৃঙ্খলার জন্যে বন্ধ হয়ে গেলো পাকিস্তান সুপার লিগের ম্যাচ, দেখুন ভিডিও
ইদানিং ধোনিকে ভারতীয় দলের সাথে সাক্ষাৎ করতে দেখা গেছিলো, সদ্য রাঁচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলো ভারত। হার্দিকরা তার ঘরের মাঠে আসায় ধোনির সাথে তাদের সাক্ষাৎ করতে দেখা গেছে।
গতবছর চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন ধোনি, দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু টুর্নামেন্ট এগানোর সাথে সাথে যে চাপ সৃষ্টি হয়েছিল, তারপর সেই দায়িত্ব ফের ধোনি নিতে বাধ্য হয়েছিলেন। চার বারের আইপিএল জয়ী অধিনায়ক ধোনি এবছর’ও নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংস’কে।