Chetan Sharma – ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সিলেকশন কমিটির চেয়ারম্যানের পদে বহাল থাকলেন চেতন শর্মা। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর বাতিল করে দেওয়া হয় আগের কমিটিকে। নতুন কমিটিতে এই প্রাক্তন ভারতের পেসার পুরোনো মুখ।
সলিল আংকোলা, শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জী এবং শ্রীধরন শরথ হলেন নতুন কমিটির নতুন চার মুখ। নতুন পরামর্শ দাতা কমিটিতে নেওয়া হয়েছে, অশোক মালহোত্রা, জতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ছয়শোর কাছাকাছি পদপ্রার্থী আবেদন করেছিলেন এই পোস্টের জন্যে। পরবর্তী সময়ে ১১ জনকে বাছাই করে বিসিসিআই।
মুম্বাই ক্রিকেট দলের প্রাক্তন প্রধান নির্বাচক ছিলেন সলিল আংকোলা। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল অবধি দেশের হয়ে একটি টেস্ট এবং ২০ টা ওয়ানডে খেলেছিলেন সলিল। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে সচিন তেন্ডুলকরের সাথে টেস্ট অভিষেক করেছিলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটার হলেন শিব সুন্দর দাস। ২৩ টা টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন ১৩২৬ রান। এছাড়া চারটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮০ টা ম্যাচ খেলেছিলেন দাস, সেখানে ১০৯০৮ রান করেছিলেন তিনি।
১৯৯১ সালে প্রথম বার ভারতীয় দলে সুযোগ হয়েছিল সুব্রত ব্যানার্জীর। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। দেশের হয়ে একটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ৫৯ টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৩৫ উইকেট নিয়েছেন তিনি। ৪৯ টা লিস্ট এর ম্যাচে এই পেসার ৫৪ টা উইকেট নেন।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না হলেও ভারতের ঘরোয়া ক্রিকেটের অত্যন্ত বড়ো একজন মুখ শ্রীধরণ শরথ। ১৩৯ টা প্রথম শ্রেণীর ম্যাচে ৫১.১৭ গড়ে ৮৭০০ রান করেছিলেন তিনি।
নতুন সিলেকশন কমিটির প্রথম কাজ হতে চলেছে আসন্ন বর্ডার – গাভাস্কার ট্রফির জন্য একটি ভালো দল গড়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজেও।
ভারতীয় ক্রিকেট বোর্ডের শর্তে নতুন কমিটিকে আটটি লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে, সেগুলো হলো :
১. একদম ন্যায্য ভাবে বাছাই করতে হবে দল।
২.ভারতের সিনিয়র পুরুষ দলের জন্য একটা শক্তিশালী রিজার্ভ বেঞ্চ বানাতে হবে।
৩.যখনই প্রয়োজন হবে টিম মিটিংয়ে উপস্থিত থাকতে হবে।
৪. ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখার জন্য উপস্থিত থাকতে হবে।
৫. তিন মাস অন্তর এপেক্স কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড’কে টিমের পারফরম্যান্সের রিপোর্ট পেশ করতে হবে।
৬. টিম বাছাই করা নিয়ে সাংবাদিকদের কোনও খবর দিতে হলে আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে হবে।
৭. প্রতিটা ফর্ম্যাটের জন্যে আলাদা আলাদা অধিনায়ক বাছাই করা হবে।
৮.ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্ত নিয়ম মেনে চলতে হবে।