Chelsea : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলারকে দলে নিতে চলেছে চেলসি

0
18
Chelsea : Chelsea offer Benfica over £106m for Enzo Fernandez as Blues seek to beat Man Utd in transfer race for Argentina World Cup star
Chelsea : Chelsea offer Benfica over £106m for Enzo Fernandez as Blues seek to beat Man Utd in transfer race for Argentina World Cup star

Chelsea – চেলসিতে যোগ দিতে চলেছেন আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার এঞ্জো ফার্নান্দেজ। তাকে দলে নিতে তার বর্তমান ক্লাব বেনফিকার সাথে কথাবার্তা বলেছে চেলসি। এমনটাই জানিয়েছেন ফ‍্যাব্রিজিও রোমানো।

কাতারে এ মাসের শুরুতে ইতিহাস গড়েছিলো আর্জেন্টিনা, দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এঞ্জো ফার্নান্দেজ। টুর্নামেন্টে তার পারফরম্যান্স দেখেই একাধিক ক্লাব, বিশেষ করে প্রিমিয়ার লিগের ক্লাব তাকে দলে নেওয়ার ব‍্যাপারে আগ্রহ দেখায়।

গত সামার ট্রান্সফারে বেনফিকা এঞ্জো কে রিভারপ্লেট থেকে নিয়ে এসেছিলো ১৮ মিলিয়ন ইউরো খরচ করে।

বর্তমানে বেনফিকার সাথে এঞ্জোর চুক্তি ২০২৭ সাল অবধি। শোনা যাচ্ছে এঞ্জোর জন্যে ১২০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে, এমন কোনও ক্লাবের হাতে এই ফুটবলারকে তুলে দিতে চায় এই ক্লাব।

আরও পড়ুনঃ ICC Womens T20 World Cup 2023 : ১৪ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে ভীষণ খুশি শিখা, করলেন আবেগপ্রবণ পোস্ট

এরপর চেলসির সাথে কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে বেনফিকার। এমনকি সংশ্লিষ্ট আর্জেন্টিনার ফুটবলার নিজেও আগ্রহী ক্লাবে আসার ব‍্যাপারে। দুই পক্ষ আলোচনা করার মধ্যে দিয়ে এখন দরপত্র তৈরী করার কথা ভাবছে।

ট‍্যুইটে রোমানো বলেছেন,

“এঞ্জো ফার্নান্দেজের বিষয় সরাসরি বেনফিকার সাথে কথা বলছে চেলসি। রিলিজ ক্লজ না দিয়ে বিরাট অংকের প্রস্তাব দিয়েছে তারা বেনফিকাকে আর্জেন্টিনার এই ফুটবলারের জন্যে দিয়েছে। বেনফিকার দামি ১২০ মিলিয়ন ইউরো,‌‌ তাদের কাছে স্পষ্ট যে ইতিমধ্যে চেলসিতে যোগদান করবেন বলে সম্মতি জানিয়েছেন এঞ্জো।”

চেলসি ছাড়া বেনফিকা কে ক্লাবে পেতে আগ্রহী ছিলো ম‍্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল।

আরও পড়ুনঃ Shikhar Dhawan : গতবছর ওডিআই দল থেকে বাদ পড়ছিলেন, তখন তার হয়ে লড়ছিলেন কোহলি