Chamika Karunaratne : ক‍্যাচ ধরতে গিয়ে চারটে দাঁত খোয়ালেন শ্রীলঙ্কার তারকা, লঙ্কা প্রিমিয়ার লিগে ভয়াবহ কান্ড, দেখুন ভিডিও

0
47
Chamika Karunaratne : Chamika Karunaratne loses 4 teeth in freak accident while taking a catch in Lanka Premier League match (Watch)
Chamika Karunaratne : Chamika Karunaratne loses 4 teeth in freak accident while taking a catch in Lanka Premier League match (Watch)

Chamika Karunaratne – যতোই কন্ট‍্যাক্ট স্পোর্টস না বলা হোক ক্রিকেট কে। তাও মাঝে মধ্যে খেলাকালীণ মাঠে ভয়াবহ চোটাঘাতের সন্মুখীন হতে দেখা যায় ক্রিকেটারদের। চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্ল‍্যাডিয়েটর্স এবং ক‍্যান্ডি ফ‍্যালকনসের মধ্যে চলা ম‍্যাচে এমন ঘটনা ঘটতে দেখা গেলো।

সংশ্লিষ্ট লিগে ক‍্যান্ডির হয়ে খেলছেন চামিকা (Chamika Karunaratne), বুধবার লিগের ম‍্যাচ খেলাকালীণ ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি।

ম‍্যাচে গ্ল‍্যাডিয়েটর্সের ইনিংস চলাকালীন চতুর্থ ওভারে ঘটে যায় একটি ঘটনা, নুয়ানিদু ফার্নান্দোর একটি ডাইভ চালানোর চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটের বলে। (Chamika Karunaratne)

বল অনেকটা উপরে উঠে যায়।এবং সেটা সোজা এসে পড়ে করুনারত্নের (Chamika Karunaratne) মুখে। সে এক রক্তারক্তি অবস্থা, কিন্তু অমন কঠিন পরিস্থিতির মধ্যে সেই ক‍্যাচ হাতছাড়া করেননি সংশ্লিষ্ট ক্রিকেটার।

আরও পড়ুনঃ AUS vs WI 2022 : ব্রাডম‍্যানের রেকর্ড বিপদের মুখে ঠেললেন লাবুসানে

করুনারত্নের মুখের হাল দেখে দ্রুত তার দলের ফিজিও চলে আসেন মাঠে, এবং মাঠ ছাড়তে বাধ‍্য হন।পরবর্তী সময়ে তার দলের তরফে জানানো হয় চারটি দাঁত ভেঙে গেছে। ক্রিকেটারটির অস্ত্রোপচারের প্রয়োজন।

আসা যাক ম‍্যাচের প্রসঙ্গে, ২০ ওভার ব‍্যাট করে গল গ্ল‍্যাডিয়েটর্স তুলেছিলো ৮ উইকেটে ১২১ রান। ক‍্যান্ডি ফ‍্যালকনের তরফে দুর্দান্ত বোলিং করেছেন কার্লোস ব্রেথওয়েট, চার ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। গ্ল‍্যাডিয়েটর্সের সর্বোচ্চ স্কোরার মোভিন সুভাসিঙ্গা,‌ ৪০ রান করেন তিনি, ৩৯ বলে ৩৪ রান করেন ইমাদ ওয়াসিম। চেজ করতে নেমে ৫ উইকেটে ম‍্যাচ জেতে ফ‍্যালকন, সর্বোচ্চ স্কোরার কামিন্দু মেন্ডিস, ৩৪ বলে ৪৪ রান করেন।

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মেসিকে আটকানোর উত্তর জানা নেই ডাচ তারকা ফ্রাঙ্কি ডে জংয়ের