Cameron Green – আইপিএল ২০২৩ এর মিনি নিলামে যে তিন তারকা অলরাউন্ডারের দিকে নজর ছিলো সকলের। তাদের মধ্যে অন্যতম একজন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেলা গ্রিন। আইপিএলের দ্বিতীয় সেরা দামী ক্রিকেটার এখন গ্রিন। এই অসি অলরাউন্ডারকে দলে নিতে ১৭.৫০ কোটি টাকা খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তী সময়ে মুম্বাই ফ্রাঞ্চাইজি বলেছিলো, তারা শেষ ২-৩ বছর ধরে গ্রিনের খেলার গতিবিধির উপর নজর রেখেছিলো।
২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেন ক্যামেরুন গ্রিন। কয়েক মাস আগে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলে সকলের নজরে পড়ে যান তিনি। ওই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ডেভিড ওয়ার্নারকে, তার জায়গায় খেলার সুযোগ পান গ্রিন এবং সুযোগ পেয়েই দারুণ ভাবে তিনি প্রমাণিত করেন নিজেকে। বলা চলে সুযোগের প্রকৃত সদ্বব্যবহার করেছিলেন তিনি। (Cameron Green)
দুই ম্যাচে তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স নজর কেড়েছিলো সকলের। আজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে’তে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন গ্রিন (Cameron Green)। প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সন্মেলনে এসে তিনি বলেন, এমন কিছুই করিনি আমি, যার জন্যে এতো পারিশ্রমিক পাচ্ছি,
“সত্যি কথা বলতে এতো পরিমাণে পারিশ্রমিক পাওয়ার মতো কোনও কাজ করিনি আমি। আমি নিলামে শুধু আমার নাম রেখেছিলাম এবং বাকিটা ঘটে গিয়েছে। এতো পরিমাণে টাকা পেলেও মাথা ঘুরে যায়নি আমার। আমি যা ছিলাম, তাই আছি, নিজের খেলার প্রতি বিশ্বাসটা একই রকম আছে।”
আরও পড়ুনঃ PAK vs NZ 2022 : ছক্কা মেরে টেস্ট সেঞ্চুরি করলেন বাবর আজম, ভাঙলেন রিকি পন্টিংয়ের রেকর্ড
মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া মিনি নিলামে গ্রিন কে দলে পেতে মুখিয়ে ছিলো দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গ্রিনের দাম সাতকোটি টাকা ছুঁতে আরসিবি নিজেদের সরিয়ে নেয়, এরপর দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই জমে ওঠে, শেষে বাজিমাত করে আম্বানীর দল।
রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আইপিএল অভিষেক হবে ক্যামেরুন গ্রিনের। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার এখনও অবধি ২১ টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেখানে ২৪৫ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন।
আরও পড়ুনঃ Kylian Mbappe : নেইমার’কে না ছাড়লে পিএসজি ছাড়বেন এমবাপে, জানিয়ে দিলেন স্পষ্ট