Brett Lee – ২০২৩ বিশ্বকাপে ভারতীয় দলে অবশ্যই থাকা উচিত ইশান কিষাণের। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। তবে লি’র মতে দলে ডাক পাওয়ার জন্য ফিটনেস এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে যুব ভারতীয় তারকার।
সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছিলো ইশান কিষাণ সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করে। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার বদলে তার সুযোগ হয়েছিল দলে, এবং সেই সুযোগ কাজে লাগিয়ে এই ইতিহাস গড়েন তিনি। (Brett Lee)
নিজের YouTube চ্যানেলের ভিডিওতে লি জানিয়েছেন বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করা উচিত ইশান কিষাণের, তার বক্তব্য, (Brett Lee)
“মাঝে যে ঝোড়ো ডবল সেঞ্চুরি করলো ইশান কিষাণ, এরপর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে নিজের জায়গা করে নেওয়ার যোগ্য দাবীদার হয়ে উঠলো। ওর অবশ্যই জায়গা পাওয়া উচিত। খুব সম্প্রতি এই ছেলেটা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডবল সেঞ্চুরি করেছিলো। ইশান যদি এমন ধারাবাহিকতা, ফিটনেস আগামী কয়েক মাস বজায় রাখতে পারেন, তাহলে ভারতের হয়ে বিশ্বকাপে তাকেই ওপেন করতে দেখা যাবে।”
১৩২ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন ইশান কিষাণ। সংশ্লিষ্ট ম্যাচে বিরাট কোহলির সাথে জুঁটিতে জুড়েছিলেন ২৯০ রান। যার উপর নির্ভর করে সংশ্লিষ্ট ম্যাচে ৪০৯ রান তুলেছিলো ভারত, ‘মেন ইন ব্লু’ ম্যাচ জিতেছিলো ২২৭ রানে। (Brett Lee)
𝟐𝟎𝟎 𝐑𝐔𝐍𝐒 𝐅𝐎𝐑 𝐈𝐒𝐇𝐀𝐍 𝐊𝐈𝐒𝐇𝐀𝐍 🔥🔥
— BCCI (@BCCI) December 10, 2022
𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐬𝐞𝐧𝐬𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐝𝐨𝐮𝐛𝐥𝐞 𝐡𝐮𝐧𝐝𝐫𝐞𝐝 𝐭𝐡𝐢𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧.
He is the fourth Indian to do so. Take a bow, @ishankishan51 💥💥#BANvIND pic.twitter.com/Mqr2EdJUJv
আরও পড়ুনঃ Harry kane : আজ হার বাঁচালো কেন, সন্মান বাঁচলো টটেনহ্যামে
নিউ সাউথ ওয়েলস থেকে ক্রিকেট মানচিত্রে উঠে আসা ব্রেট লির। বিশ্ব ক্রিকেটে তার দাপট সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল আমরা। তিনি মনে করেন ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই ভারতকে কিষাণকে গড়ে তোলা উচিত। তার বক্তব্য,
“ইশান কিষাণকে বিশ্বকাপের দলের কথা মাথায় রেখে এখন থেকে তৈরী করা উচিত’ই, পাশাপাশি ভবিষ্যতের কথাও মাথায় রেখে ওকে গড়ে তুলতে হবে। এমন দুর্দান্ত একটা ইনিংস খেলার পর এখন ওর মনোবল তুঙ্গে থাকবে, অবশ্য কোনও কিছুই মাথাচাড়া দেওয়া উচিত নয়। তাই ইশানের প্রতি আমার বার্তা এমন সমস্ত মাইলস্টোন, ডবল সেঞ্চুরি সব ভুলে যাও যতো তাড়াতাড়ি সম্ভব। কারণ এরপরও তোমায় সামনে আরও বড়ো নজির স্থাপন করতে হবে।”
যদি ভারতীয় টিম ম্যানেজমেন্ট সত্যিই ইশান কিষাণকে ওয়ানডে বিশ্বকাপের দলে রাখার পরিকল্পনা করে, তাহলে শিখর ধাওয়ানকে বাদ পড়তে হতে পারে দল থেকে।