Border-Gavaskar Trophy : ধর্মশালা থেকে সরতে পারে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ, জানুন বিস্তারিত

0
25
Border-Gavaskar Trophy 3rd Test match likely to be moved from Dharamshala, know details
Border-Gavaskar Trophy 3rd Test match likely to be moved from Dharamshala, know details

গত ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফি। (Border-Gavaskar Trophy) নাগপুরে অনুষ্ঠিত হয়েছে সিরিজের প্রথম টেস্ট। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। নাগপুরের পর দিল্লিতে হবে দ্বিতীয় টেস্ট, ধর্মশালাতে তৃতীয় এবং আহমেদাবাদে হবে সিরিজের চতুর্থ টেস্ট।

তবে ধর্মশালাতে তৃতীয় টেস্ট হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। আদৌ তৃতীয় টেস্ট সেখানে খেলা হবে নাকি পরিবর্তন করা হবে ভেন্যু! সেই নিয়ে আর কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। ১-৫ ই মার্চ ধর্মশালাতে হওয়ার কথা ছিল তৃতীয় টেস্ট। (Border-Gavaskar Trophy)

বিসিসিআইয়ের তরফে এক সূত্র মারফত জানা গেছে যে মাঠটি এখনও হয়তো ক্রিকেট খেলার জন্য বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত নয়। কারণ সম্প্রতি সেখানে মাঠ নবীকরণের কাজ হয়েছে। তারপরে এখনও মাঠ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জায়গাতে পৌঁছায়নি বলে মনে করছে বিসিসিআইয়ের একাংশ। (Border-Gavaskar Trophy)

কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে বলা হয়েছে। বোর্ডের তরফে বিশেষজ্ঞদের একটি দল আসবে ধর্মশালাতে। সমস্ত কিছু পর্যবেক্ষণ করবেন তারা। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআইয়ের সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই ধর্মশালার বিকল্প ভেন্যু ও ভাবা হয়ে গিয়েছে বিসিসিআইয়ের তরফে। ধর্মশালাতে যদি একান্তই খেলা না হয় তখন ঘোষণা করা হবে বিকল্প ভেন্যুর নাম।

আরও পড়ুনঃ WPL 2023 : প্রকাশিত হল মহিলা’দের প্রিমিয়ার লিগে লখনউ ফ্রাঞ্চাইজির দলের নাম

সূত্র মারফত খবর বিকল্প ভেন্যু হিসেবে বিশাখাপত্তনম, রাজকোট, পুনে এবং ইন্ডোরের কথা ভাবা হয়েছে। ধর্মশালাতে শেষ আন্তর্জাতিক ম্যাচের আসর বসেছে ফেব্রুয়ারি মাসে। যেখানে পরপর দুটি টি-২০ ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ও ভারত। এরপরেই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে আউটফিল্ড এবং ড্রেনেজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়। আউটফিল্ডে এখনও বেশ কয়েক জায়গায় ছোপ ছোপ দাগ রয়েছে। (Border-Gavaskar Trophy, 1st Test)

ওই জায়গায় ঘাস এখনও পুরোপুরি বসে যায়নি। ফলে এই অবস্থা হয়েছে। গত ৩ রা ফেব্রুয়ারি ইতিমধ্যেই বিসিসিআইয়ের একটি দল পর্যবেক্ষণ করেছে ধর্মশালা। তাদের রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত নেওয়া হবে আউটফিল্ড ম্যাচ ফিট কিনা ? পাঁচ দিনের টেস্টের ধকল সইতে পারবে কিনা ? এই সব বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে।

ধর্মশালা এর আগে একটিই টেস্ট ম্যাচ খেলা হয়েছে। ২০১৬-১৭ সালে বর্ডার-গাভাসকর ট্রফির একটি টেস্ট আয়োজন হয়েছিল‌ ধর্মশালাতে। সেই টেস্ট ভারত চারদিনে জিতে ২-১ ফলে সিরিজ জয় নিশ্চিত করেছিল। (Border-Gavaskar Trophy)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : কোহলি অধিনায়ক থাকা কালীণ এই কৌশল রপ্ত করেছিলেন রোহিত শর্মা