Border-Gavaskar Trophy 2023 : চার টেস্টের এই সিরিজে বড় পার্থক্য গড়ে দেবে ভারতের লোয়ার অর্ডার ব্যাটাররা, এমনই দাবী অজি কোচের

0
21
Border-Gavaskar Trophy 2023 :
Border-Gavaskar Trophy 2023 : "India's lower-order batters will make difference in Test series" - Australia coach McDonald

Border-Gavaskar Trophy 2023 – বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। বাকি রয়েছে আর মাত্র তিনটি টেস্ট। প্রথম টেস্টে নাগপুরে ভারতের কাছে এক ইনিংস এবং ১৩২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে সিরিজে ভালো ফল করতেই হবে দুই দলকে। ফলে প্রথম টেস্টের ব্যর্থতা দূরে সরিয়ে রেখে দ্বিতীয় টেস্টে দিল্লিতে ভালো খেলতে মরিয়া অজিরা। এমন আবহেই অজিদের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন, ভারতের লোয়ার অর্ডার ব্যাটিং এই সিরিজে পার্থক্য গড়ে দেবে। তার মতে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলদের ব্যাটিং দক্ষতা দুই দলের মধ্যে বড় পার্থক্য গড়ে দিতে পারে। (Border-Gavaskar Trophy 2023)

সেন রেডিওকে এক সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড বলেছেন,

“ওদের (ভারতের) লোয়ার অর্ডার ব্যাটিং এই সিরিজে দুই দলের মধ্যে বড় পার্থক্য গড়ে দিতে পারে। (রবীন্দ্র) জাদেজা (রবিচন্দ্রন) অশ্বিন এবং (অক্ষর) প্যাটেল সমৃদ্ধ ওদের লোয়ার অর্ডার ব্যাটিং খুব শক্তিশালী। আর এটাই বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে আমাদের।

লোয়ার অর্ডারে যে বড় রান ওরা করবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ফলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কি করে ওদেরকে আটকে রাখা যায় বা আউট করা যায়।”

প্রসঙ্গত, গত বছর জাস্টিন ল্যাঙ্গারের পরিবর্তে দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি এও জানিয়েছেন, প্রথম টেস্টে হেরেই তার দলের কৌশল নিয়ে ভাবার বা বদলে ফেলার সময় আসেনি। (Border-Gavaskar Trophy 2023)

আরও পড়ুনঃ Prithvi Shaw : ভ‍্যালেন্টাইন্স ডে’র দিন কাছের মানুষের ছবি জনসমক্ষে আনলেন পৃথ্বী শাহ

ম্যাকডোনাল্ড আরও দাবি করেছেন,

“আমি মনে করি, আমরা যদি রাতারাতি সব কিছু বদলে ফেলার চেষ্টা করি, নাটকীয় ভাবে সব বদলেও ফেলি, তা হলে একটা অনুভূতি হবে, আমরা যেন কিছু হারিয়ে ফেলছি। সত্যি বলতে স্পষ্ট ভাবে আমরা আমাদের প্রথম টেস্টের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নই। তবে আমরা বাস্তববাদী। কারণ এটা চার টেস্টের সিরিজ।

আমাদের হাতে সিরিজে ফিরে আসার জন্য সময় রয়েছে। প্রথম টেস্টে ভারতীয় দল আমাদের উপর অস্বাভাবিক চাপ তৈরি করে। আমরাও আমাদের প্রথম ইনিংসের স্কোরটা আরও একটু ভালো করতে পারতাম, আমাদের সুবিধা হত। উপমহাদেশে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে, ফেরাটা খুব কঠিন। এখন চোখের পলকে সব কাজ হচ্ছে।” (Border-Gavaskar Trophy 2023)

আরও পড়ুনঃ Shubman Gill : বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে সুযোগ না পেয়েও এই বিশেষ কৃতিত্ব অর্জন করলেন শুভমন গিল