Border-Gavaskar Trophy, 1st Test : নবাগত অসি স্পিনারের স্পিন জালে ধরা দিয়ে অবাক কোহলি, ভাইরাল হলো ভিডিও

0
39
Border-Gavaskar Trophy, 1st Test : Virat Kohli in disbelief as he gets out on first ball after lunch to debutant Todd Murphy, Watch
Border-Gavaskar Trophy, 1st Test : Virat Kohli in disbelief as he gets out on first ball after lunch to debutant Todd Murphy, Watch

Border-Gavaskar Trophy, 1st Test – টেস্টে খারাপ পারফরম্যান্স জারি থাকলো বিরাট কোহলির। নাগপুর টেস্টের দ্বিতীয় দিন বেশ কিছু ভালো শট খেলতে দেখা যায় তাকে, অবশ্য লাঞ্চের পর এই ম‍্যাচে অভিষেক করা অসি স্পিনার টড মার্ফির বলে আউট হলেন তিনি। লাঞ্চের পর সেটাই ছিলো ম‍্যাচের প্রথম ওভার। ইনিংসে মার্ফির চতুর্থ শিকার কোহলি, আউট হওয়ার পর পিচে কিছু সময় থম মেরে দাড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

ভারতের ইনিংসের ৫২ তভ ওভারের প্রথম বলের ঘটনা। ইতিমধ্যে তিন উইকেট তোলা মার্ফি অবশ্য সেই বলটা খুব একটা ভালো ভাবে করেননি, কিন্তু তাও কোনও ক্রমে কোহলির উইকেট পকেটে পুরেছেন। কোহলির ব‍্যাটে এজ হয়ে বল উইকেট কিপার আলেক্স ক‍্যারের হাতে তালুবন্দি হয়। (Border-Gavaskar Trophy, 1st Test)

ক‍্যারে অবশ্য প্রথম ক‍্যাচটা তালুবন্দী করতে পারেননি, কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে দ্বিতীয় বার সেটা তিনি ধরে ফেলেন। আউট হওয়ার পর কোহলিকে দারুণ হতাশ দেখায়। এরপর ফ‍্যাকাশে হাসি হাসতে হাসতে মাঠ ছাড়েন কোহলি। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : দুরন্ত সেঞ্চুরি করে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অনবদ্য রেকর্ড গড়লেন রোহিত শর্মা

টেস্ট ক্রিকেটে এখনো পরিচিত ছন্দে ব‍্যাট করতে পারছেন না কোহলি। এদিন তাকে খুব সেট দেখাচ্ছিলো, যদিও শেষ অবধি হতাশ করেছেন সকলকে। অবশ্য সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন কোহলি। এদিন মাত্র ১২ রান করে ফিরলেন তিনি। (Border-Gavaskar Trophy, 1st Test)

কোহলির আউটের পর খেলতে নামা সূর্য কুমার যাদব শুরু থেকেই ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তিনি অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ঁর স্পিন জালে জড়িয়ে যান। অন‍্যদিকে এদিকে কেরিয়ারের নয় নম্বর টেস্ট সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। এদিন অসামান্য ছন্দে ব‍্যাট করছেন তিনি।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলায় অসি সংবাদমাধ‍্যমকে তুলোধুনো করলো ভারতের ফ‍্যানেরা