
Border-Gavaskar Trophy, 1st Test – এই মুহূর্তে শাহরুখ খানের পাঠান জ্বরে কাত গোটা ভারত। শুধুমাত্র ভারত কেনো গোটা বিশ্বেও সমান সমাদৃত হচ্ছে এই ছবি। তাহলে ক্রিকেট’ও বা বাকি থাকবে কেনো ?
নাগপুরে শনিবার ভারত – অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন খোদ বিরাট কোহলি কে দেখা গেলো পাঠানের গানে কোমর দোলাতে। “জুমে জো পাঠান” গানটি রিলিজের পর থেকে ভীষণ জনপ্রিয় হয়েছে। এমনকি বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হলে ‘ঝুমে জো পাঠান’ গানটি শুরুর সাথে সাথে দর্শকরা প্রবল উন্মাদনার সাথে নাচা শুরু করে। গানে শাহরুখ খানের নাচের স্টেপ টিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে।কোহলিরো যে সেই স্টেপ খুবই পছন্দের তার প্রমাণ এদিন মাঠে দিয়েছেন তিনি। (Border-Gavaskar Trophy, 1st Test)
শনিবার ব্যাটিং শেষের পর তখন ফিল্ডিং করতে নামছে ভারতীয় ক্রিকেট দল। বেশ কিছু ভারতীয় ক্রিকেটারেরা ওই সময় বাউন্ডারি অপেক্ষা করছিলেন, বাকিদের জন্যে কারণ খেলতে নামার আগে দলের প্রতি বার্তা রাখবেন রোহিত শর্মা। ওই ফাকা সময় সতীর্থদের সাথে নেহাত মজা করার জন্যে কোহলি পাঠানের ডান্স স্টেপ টি করেন। তার সাথে রবীন্দ্র জাদেজাকেও দেখা যায় জয়েন করতে। (Border-Gavaskar Trophy, 1st Test)
Kohli & Jadeja doing jhoome jo pathaan step? 😂❤️ #INDvsAUS #pathaan #ShahRukhKhan𓀠 #ViratKohli𓃵 #RavindraJadeja pic.twitter.com/089U6NjOwg
— Aarush Srk (@SRKAarush) February 11, 2023
পরবর্তী সময়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। কেউ কেউ আবার ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেন পাঠানের প্রবল জনপ্রিয় টাইটেল ট্রাক। (Border-Gavaskar Trophy, 1st Test)
নাগপুর টেস্ট ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি কোহলি। কিন্তু গোটা ম্যাচেই খোশ মেজাজে পাওয়া গেছে তাকে। আর সময়ের সাথে সাথে জয়ের গন্ধ যখন তীব্র হয়ে ওঠে, তখন তো তার খোশমেজাজির ব্যাপারটা আরও গাড়ো হয়ে ওঠে। ম্যাচে লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল এবং মহম্মদ শামির দুরন্ত ব্যাটিং ভারতকে স্কোরবোর্ডে ৪০০ রান তুলতে সাহায্য করেছিল। এরপর ভারতের স্পিনারদের কাছে আত্মসমর্পণ করেন অসি ব্যাটাররা।
অশ্বিন একা ৫ উইকেট নেন, মহম্মদ শামি নেন ২ টি রবীন্দ্র জাদেজা ২ টি এবং ১ টি আক্সার প্যাটেল। ফলে দ্বিতীয় ইনিংসে ৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারত বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ জিতলো এক ইনিংস এবং ১৩২ রানে।
অবশ্য এই প্রথম বর্ডার – গাভাস্কার ট্রফির সাথে “পাঠান” ছবির নাম জড়িয়েছে এমন নয়। এই বহু চর্চিত সিরিজ শুরুর আগে আইসল্যান্ড ক্রিকেট সংস্থার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়েছিলো। এমনিতেই গোটা বিশ্ব ক্রিকেট নিয়ে বেশ বেশ মজার মজার ট্যুইট করা নিয়ে খুবই জনপ্রিয় আইসল্যান্ডের ট্যুইটার হ্যান্ডেল।
সেই ট্যুইটে দাবী করা হয়েছিলো ভারতের ক্রিকেট দলের প্রথম একাদশে পাঠান কে দলে নেওয়া উচিত, যে চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। কারণ পাঠান একাধিক অসম্ভব কে সম্ভব করে দেখাতে পারেন বলেই মত তাদের, এরমধ্যে রয়েছে ১০০ টা ডিআরএস থেকে নিজেকে বাঁচানো। এমনকি ভারত – অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে মন্তব্য করতে দেখা গেছে, তাদের দাবি অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কূটনৈতিক বুদ্ধি দারুণ সামাল দিতে পারবেন পাঠান যদি তাকে খেলার জন্যে দলে নেওয়া হয়।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অশ্বিনের ভেল্কিতে কাত অসিরা, নাগপুরে সহজেই প্রথম টেস্ট জিতলো ভারত