
Border-Gavaskar Trophy, 1st Test : অভিষেক টেস্টের প্রথম ইনিংসে বড়োসড়ো কোনো স্কোর করতে ব্যর্থ হয়েছেন সূর্য কুমার যাদব। ১৯ বলে মাত্র ৮ রান করে এদিন আউট হয়েছেন তিনি।নাথান লিয়ঁ উপড়ে ফেলেন তার স্টাম্প।
লাঞ্চের পর প্রথম বলে টড মার্ফি আউট করে দেন বিরাট কোহলিকে। এমন সময় ইনিংসের ৫৩ তম ওভারে ব্যাট করতে আসেন সূর্য কুমার যাদব। রোহিত শর্মার ওই সময় একটা পার্টনারের প্রয়োজন ছিলো স্কোরবোর্ডে রান জোড়ার জন্যে। কিন্তু পঞ্চম উইকেটে রোহিতের সাথে মাত্র ১৭ রান জুড়তে পেরেছিলেন সূর্য কুমার যাদব। (Border-Gavaskar Trophy, 1st Test)
ইনিংসে মাত্র একটা চার মেরেছিলেন তিনি। সূর্য ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দাবি করেছেন সূর্য কুমার যাদবের বদলে এই ম্যাচে শুভমান গিলের সুযোগ পাওয়া উচিত ছিলো। কেউ কেউ সূর্য কে শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে দাগিয়েছেন। (Border-Gavaskar Trophy, 1st Test)
নাগপুরে প্রথম ইনিংসে দুই সংখ্যার স্কোর করতে ব্যর্থ হয়েছিলেন সূর্য কুমার যাদব। অবশ্য দ্বিতীয় ইনিংসে নিজের ব্যাটিং প্রদর্শন করার সুযোগ পাবেন সূর্য। যদি চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটার রা বড়ো স্কোর করতে পারে। দেখার বিষয় হবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে কেমন ব্যাট করেন সূর্য কুমার যাদব। (Border-Gavaskar Trophy, 1st Test)
At least Suryakumar Yadav made sure that Todd Murphy doesn't get 10 wickets in an innings.
— KnightRidersXtra (@KRxtra) February 10, 2023
Surya must play his natural game #SuryakumarYadav
— Ashish Yadav (@yadavAshish94) February 10, 2023
Surya must play his natural game #SuryakumarYadav
— Ashish Yadav (@yadavAshish94) February 10, 2023
Told you he is t20 and odi material 😃
— Shaikh Sohail 🇮🇳 | شیخ سہیل (@shaikhsohaill10) February 10, 2023
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্টে কূলদীপ যাদব না খেলায় হতাশ দানীশ কানেরিয়া
We need Iyer for sure to handle these Lyon and Murphy in the middle. All are struggling against off spinners. One thing Rohit has captain taking responsibility playing well.
— Syed (@SapnoKeRaja) February 10, 2023
অবশ্য,নাগপুরের পিচের যা চরিত্র সেটা দেখে দানীশ কানেরিয়ার মনে হয়েছে এই পিচ থেকে বিশেষ সুবিধা লাভ করতে পারেন সূর্য কুমার যাদব। যে বল টার্ন অথবা বাউন্স হচ্ছেনা, সেই সব বল’ও টার্ন এবং বাউন্স হচ্ছে, তাই সূর্য কুমার যাদবের মতো ক্রিকেটারেরা স্কোরবোর্ড সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দানীশ বলেছেন,
“এই পিচে সূর্য কুমার যাদবের ব্যাটিং দেখার অপেক্ষায় আছি আমি। এই পিচে ও ভালো ব্যাটিং করতেই পারে। এমন ক্রিকেটারের প্রয়োজন যারা নিজেদের আটকে রাখেনা এবং নিজেদের শট গুলো খেলে। ওর স্যুইপ এবং রিভার্স স্যুইপ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”