Border-Gavaskar Trophy, 1st Test : অভিষেক টেস্টে ৫ উইকেট নিলেন অসি স্পিনার টড মার্ফি

0
18
Border-Gavaskar Trophy, 1st Test : Todd Murphy gets five-wicket haul on debut
Border-Gavaskar Trophy, 1st Test : Todd Murphy gets five-wicket haul on debut

Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুরে ভারত – অস্ট্রেলিয়া টেস্ট ম‍্যাচের দ্বিতীয় দিন ৫ উইকেট নিয়ে নজর কাড়লেন অস্ট্রেলিয়ার উদীয়মান স্পিনার টড মার্ফি। এটাই দেশের হয়ে খেলা প্রথম টেস্ট ম‍্যাচ তার।

বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে ম‍্যাচের প্রথম দিন কে এল রাহুলের উইকেট তুলে খাতা খুলেছিলেন মার্ফি। দ্বিতীয় দিনের শুরুতে এই অফস্পিনার তুলে নেন রবিচন্দ্রন অশ্বিনের উইকেট। এরপর চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলির উইকেট নেন। (Border-Gavaskar Trophy, 1st Test)

ম‍্যাচে টড মার্ফির পঞ্চাশ শিকার কে এস ভারত। ভারত’ও অভিষেক করেছিলেন এই ম‍্যাচে। মার্ফির বল ডিফেন্স করতে গেলে তার প্যাডে লাগে। এরপর এলবিডব্লিউর আবেদন করে অস্ট্রেলিয়া। আম্পায়ার নাকচ করলে ডিআরএস নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্স। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : এবার পিচ বিতর্কে নিজের নাম লিখিয়ে ফেললেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং, বললেন…

অভিষেক টেস্ট বড়ো ইনিংস খেলার সম্ভাবনা ছিলো কে এস ভারতের। উইকেট কিপার ব‍্যাটার ১০ বলে ৮ রান করে আউট হন।

নাগপুরে খেলতে নামার আগে মোট সাতটা প্রথম শ্রেণীর ম‍্যাচ খেলেছিলো মার্ফি। ৪২ রানে ৪ উইকেটের স্পেলটা সেরা ছিলো তার এতোদিন। তার তিন বার এক ইনিংসে চার উইকেট নেওয়ার নজির আছে। কিন্তু ইনিংসে পাঁচ উইকেট এই প্রথম বার। ২৯ ওভার বোলিং করে ৬৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এখনও ভারতের ৩ উইকেট হাতে আছে মর্ফি তার উইকেট সংখ‍্যা বাড়াতে পারেন কিনা, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ ICC Womens T20 World Cup 2023 : আজ থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, জেনে নিন কখন এবং কোথায় দেখবেন এই মহা-টুর্নামেন্টের ম্যাচগুলি