
Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুরে টেস্টে বৃহস্পতিবার অসামান্য পারফরম্যান্স দিয়ে চোখ ধাঁধিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দেশের জার্সি গায়ে প্রত্যাবর্তনের ম্যাচে তুলে নিয়েছেন ৫ উইকেট।
নিঁখুত লাইন লেংথে বোলিং করে মার্নুস লাবুসানে, স্টিভ স্মিথ এবং পিটার হ্যান্ডসকম্বের মতো গুরুত্ব সকল অসি ব্যাটারদের উইকেট তুলে নিয়েছিলেন তিনি জাদেজা। তার দুরন্ত বোলিং পারফরম্যান্সের উপর নির্ভর করে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। (Border-Gavaskar Trophy, 1st Test)
অসামান্য বোলিং পারফরম্যান্সের পাশাপাশি নজর কেড়েছে রবীন্দ্র জাদেজার নতুন হেয়ারস্টাইল। পনি টেল রেখেছেন তিনি। ম্যাচের পর নয়া চুলের স্টাইল রাখার কারণ জানালেন স্যার জাদেজা। বলেছেন, (Border-Gavaskar Trophy, 1st Test)
“জাতীয় অ্যাকাডেমিতে ছিলাম। ঘন্টা দুয়েকের প্রাক্টিসের পর আর করার কিছু থাকতোনা, তাই চুলের যত্ন নিতাম।”
২০২২ সালে এশিয়া কাপ চলাকালীন চোট পান রবীন্দ্র জাদেজা। এরপর বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। গত মাসে প্রতিযোগীতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্রের হয়ে সাত উইকেট নিয়েছিলেন। পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৪০ রান।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রাহুলকে খোঁচা দিয়ে ট্যুইট করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় !
Jadeja be like- mai hair cut krega nhi sala😂
— Rahmat Ali (@RahmatA76212841) January 19, 2022
প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামার আগে চেন্নাইতে রঞ্জি ম্যাচ খেলায় আত্মবিশ্বাস পেয়েছেন বলেই জানিয়েছেন জাদেজা। বলেছেন,
“আমি দীর্ঘ সময় পর প্রথম শ্রেণীর ক্রিকেট খেললাম। চেন্নাইতে ওই রঞ্জি ম্যাচটা আত্মবিশ্বাস ফিরে পেতে ভীষণ সাহায্য করেছিলো।”
এখনো অবধি দেশের হয়ে ৬১ টা টেস্ট ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাদেজা। বৃহস্পতিবার কেরিয়ারের ১১ তম এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে আড়াইশো উইকেট নিতে আর তিনটি উইকেট প্রয়োজন তার।