Border-Gavaskar Trophy, 1st Test – দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো সূর্য কুমার যাদবের। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক করলেন সূর্য।
২০২২ সালে ভারতের টি টোয়েন্টি দলের অন্যতম অস্ত্র ছিলেন সূর্য। বৃহস্পতিবার ৩০৪ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ধ্রুপদ ফর্ম্যাটে অভিষেক করলেন সূর্য কুমার যাদব। (Border-Gavaskar Trophy, 1st Test)
পিঠের চোট সারিয়ে উঠতে পারেননি শ্রেয়স আইয়ার। তখন থেকেই জোর জল্পনা চলছিলো নাগপুরে টেস্ট অভিষেক করবেন সূর্য। নাগপুর টেস্টে দলের মিডল অর্ডারে শুভমান গিলের বদলে আপাতত সূর্যের উপর ভরসা রাখলো টিম ইন্ডিয়া। (Border-Gavaskar Trophy, 1st Test)
ম্যাচ শুরুর আগের দিন ভারতের অধিনায়ক রোহিত শর্মার কাছে প্রশ্ন করা হয়েছিলো দলের প্রথম একাদশের বিষয়। প্রশ্ন রাখা হয়েছিল শুভমান গিল এবং সূর্য কুমার যাদবের খেলার সম্ভাবনা কতোটা সেই বিষয়, জবাবে রোহিত বলেছিলেন, (Border-Gavaskar Trophy, 1st Test)
“দুই ক্রিকেটার’ই এখন অসাধারণ ছন্দে আছেন, দুইজন দলকে অন্যমাত্রা এনে দিয়েছে। গিল অবিশ্বাস্য ফর্মে আছেন, সব ফর্ম্যাটে প্রচুর পরিমাণে রান করছে।টি টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করছে সূর্য কুমার যাদব, আশা করবো টেস্টেও এমনটা খেলে দেখাবে। তবে এদের দুজনের মধ্যে কে খেলবে, সেই বিষয় এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বর্ডার গাভাস্কার ট্রফির নতুন নাম দিলেন সচিন তেন্ডুলকার
SKY makes his TEST DEBUT as he receives the Test cap from former Head Coach @RaviShastriOfc 👏 👏
— BCCI (@BCCI) February 9, 2023
Good luck @surya_14kumar 👍 👍#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/JVRyK0Vh4u
গিল গত কয়েক মাস সাদা বলের ক্রিকেটে অসামান্য ফর্মে আছে। গতবছর ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। অন্যদিকে গত কয়েক মরশুম টি টোয়েন্টি ক্রিকেটে স্বপ্নের ছন্দে আছে সূর্য কুমার যাদব। এই প্রথম বার টেস্টে খেলার সুযোগ পেলেন তিনি।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারতকে চাপে ফেলবে অস্ট্রেলিয়ার পেসার, আশঙ্কা প্রকাশ সুনীল গাভাস্কারের