Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্ট জিতে রোহিত শর্মার মুখে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের প্রসঙ্গ

0
31
Border-Gavaskar Trophy, 1st Test : Rohit Sharma talks about World Test Championship after winning Nagpur Test
Border-Gavaskar Trophy, 1st Test : Rohit Sharma talks about World Test Championship after winning Nagpur Test

Border-Gavaskar Trophy, 1st Test – শনিবার নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে তাই স্বভাবতই খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

এই জয়ের সুবাদে চার ম‍্যাচের টেস্ট সিরিজে ১-০ ব‍্যবধানে এগিয়ে গেলো টিম ইন্ডিয়া। পাশাপাশি এখনও জীবিত থাকলো ভারতের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার আশা। আগামী ৭ ই জুন আইকনিক ওভাল স্টেডিয়ামে খেলা হবে এই ম‍্যাচ। (Border-Gavaskar Trophy, 1st Test)

ম‍্যাচ জয়ের পর এই জয়ের গুরুত্ব পাশাপাশি নিজের খেলা দুরন্ত শতরানের ইনিংস সম্পর্কে খোলামেলা বক্তব্য রাখলেন ভারত অধিনায়ক। রোহিত শর্মা বলেছেন, (Border-Gavaskar Trophy, 1st Test)

“এই জয়টার বিশেষ প্রয়োজন ছিলো। বিশেষ করে চ‍্যাম্পিয়ানশিপের টেবিলে আমরা যে জায়গায় আছি আপাতত, সেটার নিরিখে। এমন গুরুত্বপূর্ণ একটা সিরিজে খেলতে নেমে প্রথম ম‍্যাচে এমন ফলাফলের ভীষণ প্রয়োজন হয়। আমি খুশি দলকে সাহায্য করতে পেরে। এর আগে আমার দূর্ভাগ্য যে বেশ কয়েকটি টেস্ট আমি চোটের কারণে মিস করেছি। তবে এখন দলে ফিরে ভীষণ খুশি, ভীষণ খুশি অবদান রাখতে পেরে।”

অধিনায়ক রোহিত শর্মার অসামান্য সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজা, আক্সার প‍্যাটেলের দুরন্ত হাফ সেঞ্চুরির ইনিংসের উপর নির্ভর করে ভারত প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নেয়। এরপর অশ্বিন ৫ উইকেট তুলে নেন, ৯১ রানেই অল আউট হয়ে যায় টিম অস্ট্রেলিয়া। অশ্বিন ছাড়া দুটো করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : “রোহিতের নাগপুরের সেঞ্চুরিটা স্পেশাল” : বিক্রম রাঠোর

গোটা ম‍্যাচে স্পিনারদের দাপট লক্ষ‍্য করা গেলেও ভারতকে প্রথম ইনিংসে শুরুতে উইকেট তুলে নির্ভরতা এনে দিয়েছিলেন মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। খেলার প্রথম ওই উইকেট দুটোই ভারতকে ম‍্যাচের রাশ ধরতে সাহায্য করেছিলো, এমনটাই বলছেন রোহিত শর্মা। তার বক্তব্য,

“আমার মতে ম‍্যাচের প্রথম দিন প্রথম দুটো ওভার ভারতকে ম‍্যাচে রাশ ধরিয়ে দিয়েছে। শুরুতেই অস্ট্রেলিয়ায় ২ রানে ২ উইকেট পড়ে যাওয়ায় একটা আলাদা মেজাজ দেখা গেছিলো দলের মধ‍্যে।এ রপর অস্ট্রেলিয়া গোটা ম‍্যাচ চাপে ছিলো। আমাদের দলের বোলিং কোয়ালিটি অসাধারণ। শামি, সিরাজ দারুণ ফর্মে আছে। তার এই ধরনের পরিস্থিতির ফায়দা তুলতে হয় কিভাবে জানে। প্রথম ইনিংসে এমন পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আমাদের ব‍্যাটাররারাও ভালো খেলে একটা বড়ো লিড নিয়ে এলো, তারপর স্পিনাররা নিজেদের দায়িত্ব পালন করেছে।”

আগামী ১৭ ই ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত – অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম‍্যাচ।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : শাহরুখের ‘ঝুমে যো পাঠান’ গানে কোমড় দোলালেন কোহলি, ভাইরাল হলো ভিডিও