Border-Gavaskar Trophy, 1st Test : দুরন্ত সেঞ্চুরি করে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অনবদ্য রেকর্ড গড়লেন রোহিত শর্মা

0
19
Border-Gavaskar Trophy, 1st Test : Rohit Sharma Scores 9th Test Century, Becomes First Indian Captain To Score A Ton In All Three Formats
Border-Gavaskar Trophy, 1st Test : Rohit Sharma Scores 9th Test Century, Becomes First Indian Captain To Score A Ton In All Three Formats

Border-Gavaskar Trophy, 1st Test – শুক্রবার নাগপুরে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফর্ম‍্যাটে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এদিন বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে এই দারুণ নজির স্থাপন করলেন রোহিত শর্মা। ঢুকে পড়লেন ভারতের ক্রিকেটের ইতিহাসের পাতায়।

অধিনায়ক হিসেবে এটা কেরিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ রোহিতের। মোট মিলিয়ে ৪৬ তম। সেঞ্চুরি করার পর এমন মাইলস্টোন অর্জন করলেন রোহিত শর্মা যে মাইলস্টোন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি অর্জন করতে পারেনি। (Border-Gavaskar Trophy, 1st Test)

২০১৭ সালে ১৩ ই ডিসেম্বর মোহালিতে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেই ম‍্যাচে বিরাট কোহলির বদলে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। অপরাজিত ছিলেন ২০৮ রানে। তার প্রথম এবং একমাত্র টি টোয়েন্টি সেঞ্চুরি অধিনায়ক এসেছিলো শ্রীলঙ্কার বিপক্ষেই, ২০১৭ সালে ২২ শে ডিসেম্বর, করেছিলেন ১১৮ রান। (Border-Gavaskar Trophy, 1st Test)

এবার টেস্ট সেঞ্চুরি করে ফেললেন অধিনায়ক হিসেবে। রোহিত শর্মা ছাড়া এই নজির বিশ্ব ক্রিকেটের আসরে আর মাত্র একজন অধিনায়কের আছে। তিনি হলেন প্রাক্তন সাউথ আফ্রিকার অধিনা ফাফ দু প্লেসিস। রোহিত শর্মা ছাড়া এই বিরল নজির বিশ্ব ক্রিকেটে একমাত্র এই প্রাক্তন সাউথ আফ্রিকার অধিনায়কের দখলেই ছিলো।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলায় অসি সংবাদমাধ‍্যমকে তুলোধুনো করলো ভারতের ফ‍্যানেরা 

রোহিত শর্মার অসামান্য পারফরম্যান্সের উপর নির্ভর করে চলতি টেস্টে অস্ট্রেলিয়াকে মারাত্মক চাপের মধ্যে রেখেছে ভারত। ২০২২ সালের মার্চ মাসের পর এই প্রথম টেস্ট ম্যাচ খেলছেন রোহিত শর্মা। এই নিয়ে টানা দুটো আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এর আগের সেঞ্চুরিটা ইন্দোরে গত ২৪ শে জানুয়ারি করেছিলেন রোহিত নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা ছিলো তার কেরিয়ারের ৩০ তম আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রোহিতের খেলায় শেহবাগের ছোয়া আছে বলে মনে করেন রবি শাস্ত্রী