
Border-Gavaskar Trophy, 1st Test – সতীর্থ বিরাট কোহলির থেকে ঘরের মাঠে দলের স্পিনারদের সামলানোর কৌশল শিখেছেন, এমনটাই জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের মাটিতে সব সময় কার্যকর ভূমিকা পালন করে স্পিনাররা। এর ফলে প্রতিপক্ষের দলেরা ব্যাক ফুটে থাকে বরাবর।
শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়ে দিলো ভারত। ভারতের জাদেজা – অশ্বিন স্পিন জুঁটি টিকতেই দিলোনা অসি ব্যাটারদের। এর ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। তার কোনও জবাব দেওয়া সম্ভব হয়নি বর্তমানে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার। মাত্র ৩২.৩ ওভার ব্যাট করতে পেরেছিলো তারা, ৯১ রানেই অল আউট হয়ে যায়। এর আগে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৫ উইকেট নেওয়ায় ১৭৭ রানে অল আউট হয়ে গেছিলো অস্ট্রেলিয়া। (Border-Gavaskar Trophy, 1st Test)
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দেওয়ার সময় দলের স্পিনারদের সামলানোর ব্যাপারে রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হলে রোহিত শর্মা বলেন –
“আমি যখন অধিনায়ক ছিলাম, তখন ভারতকে নেতৃত্ব দিতো বিরাট কোহলি। একটা বিষয় আমি নজর করেছি, যে আমরা উইকেট না পেলে চাপ তৈরী হতো, অপেক্ষায় থাকতাম দলের ভুল করার জন্যে। আমি এটা শিখেছি বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন এবং এই সতীর্থদের বোলিং দেখে। এটাই আমরা করার চেষ্টা করেছি। প্রতিপক্ষের উপর চাপ তৈরী করে যাওয়া এবং কোনও উত্তেজনা না দেখানো।”
আরও পড়ুনঃ WPL 2023 : প্রকাশিত হল মহিলা’দের প্রিমিয়ার লিগে লখনউ ফ্রাঞ্চাইজির দলের নাম
অশ্বিন, জাদেজা, আক্সার প্যাটেলের মতো দলের কোয়ালিটি স্পিনারদের ক্যাপ্টেন্সি দেওয়ার অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাওয়া হলে রোহিত শর্মা বলেছেন –
“বিষয়টা অনেকটা অস্ট্রেলিয়ার কামিন্স, হ্যাজেলউড এবং স্টার্ক কে অধিনায়কত্ব দেওয়ার মতো। আক্সার, জাদেজা, অ্যাশের মতো স্পিনারকে দলে পাওয়াটা অনেকটা আশীর্বাদের ন্যায়। ওরা কখনও হতাশ করেনা।
পরিস্থিতি সব থাকেই, তবে সেই সব সুযোগ তো মাঠে কাজে লাগানো দরকার। ওরা এইপিচে এতো খেলেছে। তাই জানে নিজেদের কাজটা ঠিক কি। কোথায় বলটা করতে হবে।”
1-0. Nagpur. ✅ pic.twitter.com/GzfE7J1E2F
— Virat Kohli (@imVkohli) February 11, 2023
নাগপুর টেস্টে মূলত জাদেজা এবং অশ্বিন বল হাতে দাপট দেখিয়েছিলো। আক্সার এক উইকেট নিলেও ব্যাট হাতে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলো।