
Border-Gavaskar Trophy, 1st Test – এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে স্থান করে নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোর কদমে লড়াই চালাচ্ছে ভারত। বৃহস্পতিবার নাগপুরে শুরু হয়েছে ভারত – অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচে ভারতের অধিনায়ক কে এল রাহুলকে খেলতে দেখে হতাশায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নেটিজনরা, কারণ খেলার সুযোগ হয়নি ইনফর্ম ব্যাটার শুভমান গিলের।
ম্যাচের প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দলকে ১৭৭ রানে অল আউট করে দিয়েছিলো ভারত। এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই অসামান্য ব্যাটিং করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু হতাশজনক পারফরম্যান্স জারি থাকে কে এল রাহুলের। কার্যত ম্যাচে টেস্ট অভিষেককারী অস্ট্রেলিয়ার অফ স্পিনার টড মার্ফিকে তার উইকেট উপহার দেন ‘হিটম্যান’। (Border-Gavaskar Trophy, 1st Test)
— Anna 24GhanteChaukanna (@Anna24GhanteCh2) February 9, 2023
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : স্বমহিমায় ফিরলেন রোনাল্ডো, আল ওয়েহদার বিরুদ্ধে করলেন ৪ গোল, দেখুন ভিডিও
প্রথম দিনের খেলায় আর মাত্র সাত বল বাকি ছিলো, এরকম একটি সময় আউট হয়ে যান রাহুল। রাহুল আউট হয়ে যাওয়ার সাথে সাথে হতাশায় ভরা চোখে আকাশের দিকে তাকান রোহিত শর্মা। ৭১ বলে ২০ রান করে আউট হন ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল। (Border-Gavaskar Trophy, 1st Test)
আসা যাক ম্যাচের প্রসঙ্গে, শুরুতে ব্যাট করতে নেমে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাদেজা, তিনটি রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ করেন ৩৭ রান। পরে ব্যাট করতে নেমে ৭৭ রান করে ভারত ২৪ ওভারে, হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন রোহিত শর্মা।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টেও খেলবেন না বুমরাহ