Border-Gavaskar Trophy, 1st Test : খেলা চলাকালীন স্মিথকে পাগল বললেন রোহিত শর্মা, ভাইরাল হলো ভিডিও

0
23
Border-Gavaskar Trophy, 1st Test : Rohit Sharma Calls Steve Smith 'CRAZY', Video Goes Viral
Border-Gavaskar Trophy, 1st Test : Rohit Sharma Calls Steve Smith 'CRAZY', Video Goes Viral

Border-Gavaskar Trophy, 1st Test – কেরিয়ারের নয় নম্বর টেস্ট সেঞ্চুরি করে নাগপুর টেস্ট জমিয়ে দিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি ভারতকে এনে দিয়েছেন একটা অসাধারণ শুরুয়াত। এর ফলে ম‍্যাচে এখন চালকের আসনে বসেছে টিম ইন্ডিয়া।

এই সেঞ্চুরি করার মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় নাম করে নিয়েছেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনটি ফর্ম‍্যাটে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। তার আগে এই রেকর্ড গড়েছিলেন বাবর আজম, তিলকরত্নে দিলশান এবং ফাফ দু প্লেসিস। (Border-Gavaskar Trophy, 1st Test)

এই ইনিংস খেলার পথে স্টিভ স্মিথের উদ্দেশ্যে রোহিত শর্মার করা মন্তব্য বিশেষ ভাইরাল হয়েছে। আউটফিল্ডে অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক বল ধরতেই তৎপরতার সাথে জাদেজাকে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করতে বারণ করেন তিনি। কারণ স্মিথের থ্রো বেশ ভালো। জাদেজাকে রোহিত বলে “এ (স্মিথ) একটু পাগল আছে”। (Border-Gavaskar Trophy, 1st Test)

ইনিংসের ৭৭ তম ওভারের ঘটনা এটি। ওই সময় বোলিং করছিলেন লাবুসানে। রোহিত ওই সময় ব‍্যাট করছিলেন ১১৫ রানে। ৭ রান করে অপরাজিত ছিলেন জাদেজা। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Rishabh Pant : দূর্ঘটনার পর এই প্রথম নিজের ছবি শেয়ার করলেন ঋষভ পন্ত 

এদিন আরও একবার বিরাট কোহলির সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছিল রোহিতের। অবশ্য সেই যাত্রায় বেচে যান ভারত অধিনায়ক।

রোহিত শর্মার উইকেট নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্স। অসিরা নতুন বল নিতে আউট হন কামিন্স। ২১২ বলে ১২০ রান করে আউট হন রোহিত। জাদেজা এবং আক্সার দুজনে অপরাজিত থাকেন শেষ অবধি হাফ সেঞ্চুরি করে। ইতিমধ্যে তারা জুঁটিতে ৮১ রান জুড়েছেন।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test – জাদেজার মলম কান্ডে রায় ঘোষণা করলো আইসিসির ম‍্যাচ রেফারি