Border-Gavaskar Trophy, 1st Test : ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েও বিরাট শাস্তি পেলেন রবীন্দ্র জাদেজা

0
81
Border-Gavaskar Trophy, 1st Test : Ravindra Jadeja fined for applying soothing cream without umpires' consent
Border-Gavaskar Trophy, 1st Test : Ravindra Jadeja fined for applying soothing cream without umpires' consent

Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুর টেস্ট চলাকালীন আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট’ এর আর্টিকেল ২.২০ উলঙ্ঘন করার জন্যে শাস্তি পেতে হলো ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এর ফলে ২৫ শতাংশ ম‍্যাচ ফি কেটে নেওয়া হয়েছে এই ভারতীয় অলরাউন্ডারের, কেটে নেওয়া হয়েছে এক পয়েন্ট। আইসিসি এই শাস্তি রবীন্দ্র জাদেজাকে দিয়েছে তার কারণ আম্পায়ারকে না জানিয়ে বলে ক্রিম ব‍্যবহার করেছিলো।

ঘটনাটি ঘটেছিলো নাগপুরের প্রথম দিনের খেলা চলাকালীন ৪৬ তম ওভারে। এই বাঁ হাতি স্পিনারকে তার বাঁ হাতের আঙুলে ব্যাথার মলম মাখতে দেখা গেছিলো। মহম্মদ সিরাজের থেকে সেই মলম খেলা চলাকালীন নিয়ে মেখেছিলেন জাদেজা। (Border-Gavaskar Trophy, 1st Test)

পরবর্তী সময়ে ভারতীয় দলের তরফে জানানো হয় আঙুলে ব‍্যাথা পাওয়ায় সেই মলম মেখেছিলো। কিন্তু বিষয়টি তারা আম্পায়ারকে জানায়নি। আইসিসির ম‍্যাচ রেফারি এবার অপেক্ষায় আছে জাদেজার তরফে এবিষয় জানার জন্য। তবে স্পিরিট অফ দ‍্য গেম উলঙ্ঘন করায় তাকে শাস্তি দিয়েছে ইতিমধ্যে। (Border-Gavaskar Trophy, 1st Test)

বিতর্কের মাঝেও দেশের জার্সি গায়ে প্রত‍্যাবর্তনের ম‍্যাচে ব‍্যাটে – বলে দারুণ পারফরম্যান্স দিয়েছেন। ম‍্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। ভারত প্রথম টেস্ট জিতেছে এক ইনিংস এবং ১৩২ রানে।

ম‍্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। এরপর দ্বিতীয় ইনিংসে আরও দুটো উইকেট নেন। এছাড়া প্রথম ইনিংস ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।‌ ভারতকে ম‍্যাচ ২২৩ রানের লিড পেতে সাহায্য করেছিলো।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্ট জিতে রোহিত শর্মার মুখে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের প্রসঙ্গ

ম‍্যাচের সেরার পুরস্কার নেওয়ার পর রবীন্দ্র জাদেজা বলেছেন,

“খুব ভালো লাগছে। দীর্ঘ ৫ মাস পর দলে ফিরে উইকেট নেওয়া, রান করা, এই বিষয় গুলো সব সময় খুবই ভালো লাগে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে খুব খেটেছি। ধন্যবাদ জানাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও, স্টাফদের। তারাও আমার সাথে খুব খেটেছে, এমনকি রোববার’ও। একদম সঠিক জায়গায় বল রাখতে চেয়েছিলায়। বল স্পিন করেছে, সোজাসুজি গেছে, আবার কখনও খুব লো। আমি বরাবর নিজেকে বলছিলাম স্টাম্প লক্ষ‍্য করে বল করতে হবে। ওরা কোনও ভুল করলেই আমি সুযোগ পাবো উইকেট নেওয়ার।”

হাইপ্রোফাইল এই টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচ তিন দিন ও টিকলো না। গোটা ম‍্যাচে একটুও রা কাটতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব‍্যাট করে ১৭৭ রান তুলেছিলো তারা। তৃতীয় দিন এক সেশনেই দশ উইকেটের পতন হয়েছিলো। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের টেবিলে শীর্ষে থাকা দলের থেকে এমন পারফরম্যান্স সত্যি খুব অনভিপ্রেত।

আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভারত সেই ম‍্যাচ জিতে ২-০ ব‍্যবধানে এগিয়ে যেতে চাইবে এই সিরিজে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : “রোহিতের নাগপুরের সেঞ্চুরিটা স্পেশাল” : বিক্রম রাঠোর