
Border-Gavaskar Trophy, 1st Test – বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে আগুনে ফর্মে আছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।নাগপুরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ১৭৭ রানে অল আউট হয়ে গেছিলো, জাদেজা নিজে ৫ উইকেট নিয়েছিলেন। এবার অসামান্য হাফ সেঞ্চুরি করলেন তিনি, যা ভারতকে প্রথম ইনিংসে বড়ো লিড পেতে সাহায্য করেছে।
এই পাঁচ উইকেট নেওয়া এবং হাফ সেঞ্চুরি করার মধ্যে দিয়ে জাদেজা কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার কপিল দেবের রেকর্ড ভাঙলেন। এই নিয়ে পাঁচ বার টেস্টে এই নজির গড়লেন জাদেজা, কপিল দেব করেছিলেন চার বার।
নিজের ছন্দ ফিরে পেতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেকটা সময় কাটিয়েছেন রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করার আগে দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছিলেন তিনি প্রতিদিন। এমনটাই জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা ভারতীয় অলরাউন্ডার।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : খেলা চলাকালীন স্মিথকে পাগল বললেন রোহিত শর্মা, ভাইরাল হলো ভিডিও
তিনি বলেছেন,
“বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে থাকাকালীন আমি আমার বোলিং নিয়ে বিস্তর পরিশ্রম করেছিলাম। জানতাম আমাকে লম্বা স্পেল করতে হবে, এক্ষেত্রে ছন্দই সবকিছু। এতোদিন বাদে খেলতে নেমে প্রথমে যেটা দরকার পরে সেটা আত্মবিশ্বাস। চোট নিয়ে খুব বেশি একটা ভাবনা চিন্তা করিনি। খেলা উপভোগ করার লক্ষ্যে নেমেছিলাম, যে সুযোগ পেয়েছিলাম সেটার পুরোপুরি ফায়দা তোলার চেষ্টা করেছি।”
আরও পড়ুনঃ Rishabh Pant : দূর্ঘটনার পর এই প্রথম নিজের ছবি শেয়ার করলেন ঋষভ পন্ত