Border-Gavaskar Trophy, 1st Test : টেস্টে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন অশ্বিন

0
240
Border-Gavaskar Trophy, 1st Test : R Ashwin becomes fastest Indian bowler to take 450 Test wickets
Border-Gavaskar Trophy, 1st Test : R Ashwin becomes fastest Indian bowler to take 450 Test wickets

Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুরে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন কেরিয়ারের ৪৫০ তম টেস্ট উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

নাগপুরে টেস্টের প্রথম দিন ৫৪ তম ওভারে আলেক্স ক‍্যারির উইকেট তুলে নেওয়ার সাথে সাথে এই বিশেষ নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন। রিভার্স স‍্যুইপ চালাতে গিয়ে অশ্বিনের স্পিন জালে জড়িয়ে যান ক‍্যারি। (Border-Gavaskar Trophy, 1st Test)

এটাই লাল বলের ক্রিকেটে ৪৫০ তম উইকেট ছিলো অশ্বিনের। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ৪৫০ টা টেস্ট উইকেট নিলেন অশ্বিন। ভাঙলেন অনিল কুম্বলের রেকর্ড। কুম্বলে ৪৫০ টেস্ট উইকেট নিয়েছিলেন ৯৩ টা টেস্টে, অশ্বিনের লাগলো ৮৯ টা টেস্ট। (Border-Gavaskar Trophy, 1st Test)

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪৫০ টেস্ট উইকেট নিলেন অশ্বিন। তার আগে প্রথম স্থানে আছেন মুথাইয়া মুরলীধরন, তার লেগেছিলো ৮০ টা ম‍্যাচ। অস্ট্রেলিয়ার দুই বোলার গ্লেন ম‍্যাকগ্রাথ (১০০) এবং শেন ওয়ার্ন (১০১) হলেন প্রথম পাঁচ জনের তালিকায় শেষ দুই ক্রিকেটার।

আরও পড়ুনঃ Asia Cup 2023 : “ক্রিকেটের ভালোর জন্যে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানো উচিত” : বিতর্কিত মন্তব্য প্রাক্তন পাক তারকার

চা পান বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়া মারাত্মক চাপে পড়ে গেছে। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ছয় উইকেট নিয়েছে। এর ফলে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে দাড়ায় ১৭৪ রান ৮ উইকেটে। জাদেজা পরপর দুই বলে লাবুসানে, রেনশর উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর স্টিভ স্মিথের উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়ার স্কোর হয়ে দাড়ায় ১০৯ রান ৫ উইকেটে। (Border-Gavaskar Trophy, 1st Test)

পরবর্তী সময়ে হ্যান্ডসকম্ব এবং আলেক্স ক‍্যারি মিলে দলকে তুলে ধরার চেষ্টা করে। এরপর অশ্বিনের উইকেট তোলার পালা শুরু হয়। ক‍্যারি এবং কামিন্সের উইকেট তুলে নেন, তারপর জাদেজা নিজের চতুর্থ উইকেট তোলে অভিষেক টেস্ট ম্যাচ খেলা টড মার্ফির আউট করে। 

আরও পড়ুনঃ ICC T20 Rankings : আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দারুন উন্নতি সূর্য এবং গিলের, জানুন বিস্তারিত