Border-Gavaskar Trophy, 1st Test : রোহিতের খেলায় শেহবাগের ছোয়া আছে বলে মনে করেন রবি শাস্ত্রী

0
16
Border-Gavaskar Trophy, 1st Test : 'Much like Viru at his best' - Ravi Shastri reserves high praise for Rohit Sharma after half-century on Day 1
Border-Gavaskar Trophy, 1st Test : 'Much like Viru at his best' - Ravi Shastri reserves high praise for Rohit Sharma after half-century on Day 1

Border-Gavaskar Trophy, 1st Test – এবারের বর্ডার গাভাস্কার ট্রফির ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব‍্যাট,এমনটাই মনে করেন ভারতের কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রীর মতে রোহিতের ম‍্যাচের উপর নিয়ন্ত্রণ অনেকটা বীরেন্দ্র শেহবাগের মতোই।

বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু  হওয়া ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচের প্রথম দিন দারুণ ছন্দে পাওয়া গেছে ভারত অধিনায়ক রোহিত শর্মা কে। খেলার শুরুতে রবীন্দ্র জাদেজার নেওয়া ৫ উইকেটের সৈজন‍্যে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পরের দিনের খেলা শেষে রোহিত শর্মা ৫৬ রানে অপরাজিত থাকেন, ভারত খেলা শেষ করে ৭৭ রান তুলে ১ উইকেটের বিনিময়ে। (Border-Gavaskar Trophy, 1st Test)

ICC Review তে রোহিত শর্মার ব‍্যাটিংয়ের স্কিল বীরেন্দ্র শেহবাগের সাথে তুলনা করে রবি শাস্ত্রী বলেছেন,

“রোহিত যদি টিকে থাকে, ও দ্রুত রান তোলার চেষ্টা করবে।ও বিপক্ষের কোনও বোলার কে মানিয়ে নেওয়ার সময় দেয়না। ও রান করে বীরেন্দ্র শেহবাগের মতো। শেহবাগ যখন ফর্মে ছিলো তখন মিডল অর্ডারে ব‍্যাটারদের কাজ খুব সহজ হয়ে যেতো, কারণ শেহবাগ শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে উঠতো। রোহিত শর্মার এখন ভূমিকাটা সমান।”

বীরেন্দ্র শেহবাগ এবং রোহিত শর্মা দুজনেই মিডর অর্ডার ব‍্যাটার হিসেবে তাদের কেরিয়ার শুরু করেছিলো। পরবর্তী সময়ে দুজনেই দেশের হয়ে ওপেন করতে নামেন। টেস্ট ক্রিকেটে অন‍্যতম বিধ্বংসী ওপেনার হিসেবে নিজেকে পরবর্তী সময় প্রতিষ্ঠিত করেন শেহবাগ। ওপেন করার পর থেকে রোহিত’ও খুব আক্রমণাত্মক ব‍্যাটিং করেন। (Border-Gavaskar Trophy, 1st Test)

ব‍্যাটিংয়ের পাশাপাশি চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মার টেস্ট ক‍্যাপ্টেন্সি চর্চার মধ্যে থাকবে। জুন মাসে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপ খেলতে হলে ভারতকে বড়ো ব‍্যবধানে জিততে হবে এই টেস্ট সিরিজ। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রাহুল আউট হতেই হতাশায় একি করলেন রোহিত শর্মা ! দেখুন ভিডিও

তবে রবি শাস্ত্রী এমনটা মনে করেন না। ৬০ বছর বয়সী ভারতের প্রাক্তন কোচের বক্তব্য,

“আমার মনে হয় না রোহিতের ক‍্যাপ্টেন্সি এই সিরিজে কোনও পরীক্ষার মধ্যে পড়বে। ও খুব ভালো অধিনায়ক, এছাড়া ওপেনার হিসেবে ওর রেকর্ড কিন্তু ভোলার নয়, ট‍্যাক্টিকাল’ও আমার কোনও ভুল চোখে পড়েনা। ও জানে কখন কি করতে হবে। অধিনায়ক হিসেবে ওর প্রমাণ করার কিছুই নেই আর।”

রোহিত শর্মার গেম রিডিং ক্ষমতার ভীষণ প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। বলেছেন প্রতিপক্ষের তুলনায় সব সময় এক কদম এগিয়ে থাকেন ‘হিটম‍্যান’। ভারতের প্রাক্তন কোচ বলেছেন,

“ও সব সময় খুব ভালো ভাবে প্রস্তুতি সারে। এবিষয় ওর কোনও খামতি দেখিনি। পরিসংখ্যান নিয়ে কিছু বলবোনা, তবে খেলা খুব ভালো বিশ্লেষণ করে। ট‍্যাক্টিকালিও খুব ভালো। গেম খুব ভালো রিড করতে পারে।”

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : স্বমহিমায় ফিরলেন রোনাল্ডো, আল ওয়েহদার বিরুদ্ধে করলেন ৪ গোল, দেখুন ভিডিও