Border-Gavaskar Trophy, 1st Test : অসামান্য ডেলিভারিতে ওয়ার্নারকে দাড়াতে দিলেন না শামি, দেখুন ভিডিও

0
18
Border-Gavaskar Trophy, 1st Test : Mohammed Shami Bowls A Peach To Dismiss David Warner, Wicket Goes 'Cartwheeling' - WATCH
Border-Gavaskar Trophy, 1st Test : Mohammed Shami Bowls A Peach To Dismiss David Warner, Wicket Goes 'Cartwheeling' - WATCH

Border-Gavaskar Trophy, 1st Test – বৃহস্পতিবার নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে টেস্টের প্রথম দিন অসি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে দাড়াতেই দিলেন না মহম্মদ শামি। অসামান্য ডেলিভারিতে ছিটকে দিলেন ওয়ার্নারের স্টাম্প।

ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্স। দ্বিতীয় ওভারে উসমান খোয়াজার উইকেট তুলে নিয়ে ভারতকে প্রথম সাফলতা এনে দেন মহম্মদ সিরাজ। (Border-Gavaskar Trophy, 1st Test)

এর পরের ওভারে মহম্মদ শামি উপড়ে দেন ওয়ার্নারের উইকেট। বা হাতি এই তারকা অসি ব‍্যাটারের রাউন্ড দ‍্য উইকেটের পেসারদের সামলাতে দূর্বলতা প্রকট হয়ে উঠছে। শামি নিখুঁত এ্যঙ্গেলে রাখা বল সামাল দিতে গিয়ে ইনসাইড এজ হয়ে উড়িয়ে দেয় ডেভিড ওয়ার্নারের স্টাম্প। ২ রানে ২ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। (Border-Gavaskar Trophy, 1st Test)

পরপর দুই উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন স্টিভ স্মিথ এবং মার্নুস লাবুসানে। ভারতের স্পিনারদের বেশ ভালো ভাবেই সামাল দেওয়ার চেষ্টা করেন দুজনে।

আরও পড়ুনঃ INDW vs BANW Warm-Up Match : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে গুঁড়িয়ে দিল ভারতের মহিলা ব্রিগেড

এই প্রতিবেদন লেখা কালীণ অস্ট্রেলিয়ার স্কোর ২৯ রানে ২ উইকেট। ক্রিজে আছেন স্মিথ (৬) এবং লাবুসানে (১৫)। লাঞ্চের আগে আরো বেশ কিছু উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেওয়াটাই এখন লক্ষ‍্য ভারতের।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : “আমার একার স্বপ্ন ছিলো না”, টেস্ট অভিষেকে আবেগে ভাসলেন ভারত