Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্টের প্রথম দিন কথা কাটাকাটিতে জড়ালেন সিরাজ – লাবুসানে, দেখুন ভিডিও

0
113
Border-Gavaskar Trophy, 1st Test : Mind games begin as India's Mohammed Siraj has some verbal banter with Marnus Labuschagne (Watch)
Border-Gavaskar Trophy, 1st Test : Mind games begin as India's Mohammed Siraj has some verbal banter with Marnus Labuschagne (Watch)

Border-Gavaskar Trophy, 1st Test – প্রত‍্যাশা মতোই বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনেই উত্তেজনার তাপ এসে লেগেছে। খেলার শুরুতেই অসাধারণ বোলিং করেছেন মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেডিড ওয়ার্নার এবং উসমান খোয়াজার উইকেট তুলে নিয়ে ভারতকে ম‍্যাচে ফেরান দুজনে।

অবশ্য এখানে আলোচ‍্য বিষয় খেলা চলাকালীন সিরাজ এবং বিশ্বের বর্তমান এক নম্বর টেস্ট ব‍্যাটার লাবুসানের কথা কাটাকাটি। অবশ্য লাবুসানের উইকেট নিতে পারেননি সিরাজ। তবে একাধিক বার তার উইকেট তুলে নেওয়ার সম্ভাবনা তৈরী করেছিলেন। একটা সময় পরিস্থিতি এমন জায়গায় যায় যে বেশ কিছু সময় সিরাজকে কথা কাটাকাটিতে জড়াতে দেখা গেছে লাবুসানের সাথে। (Border-Gavaskar Trophy, 1st Test)

দ্বিতীয় সেশনে খেলার রং বদলে দেন রবীন্দ্র জাদেজা। প্রথম সেশনে যখন ২ রানে ২ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে গেছিলো অস্ট্রেলিয়া তখন লাবুসানে এবং স্মিথ মিলে দলের হাল ধরার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে ৭৪ রান জুঁটিতে জোড়েন তারা, এরফলে লাঞ্চের আগে ২ উইকেটে ৭৬ রান তুলে ফেলে অসিরা। (Border-Gavaskar Trophy, 1st Test)

ম‍্যাচে প্রত‍্যাবর্তন করছে অস্ট্রেলিয়া, এমনটা যখন মনে হচ্ছিলো ঠিক তখনই ঝটকা দেন তারকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ভীষণ চাপে ফেলে দেয় তিনি অসি ব্রিগেড কে। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : লাঞ্চের পর রবীন্দ্র জাদেজার স্পিনের জালে কাত হলো অস্ট্রেলিয়া, দেখুন ভিডিও

ব্রেকের পর চতুর্থ ওভারে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব‍্যাটার লাবুসানের উইকেট তুলে নেন জাদেজা। যাকে ক্রমশ ম‍্যাচে জাকিয়ে বসতে দেখা যাচ্ছিলো। ৪৯ রানে ব‍্যাট করছিলেন জাদেজা, এমন একটি সময় কভারের অঞ্চল দিয়ে চালিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করার চেষ্টা করেন তিনি। কিন্তু বলের পিচ বুঝতে না পেরে শরীরের ভারসাম্য হারিয়ে বসেন লাবুসানে, এরপর ভারত স্ট‍্যাম্প করতে আর বিশেষ একটা সময় নষ্ট করেননি। (Border-Gavaskar Trophy, 1st Test)

এরপর ব‍্যাট করতে নামেন ম‍্যাট রেনশ। তাকেও একটা অসাধারণ ডেলিভারিতে ফেরত পাঠান জাড্ডু, ঠিক তার পরের বলেই। এলবিডব্লিউ হন ম‍্যাট। অবশ্য এই অসি ব‍্যাটার রিভিউ নিলেও কার্যকর হয়নি।

এই প্রতিবেদন লেখাকালীণ অস্ট্রেলিয়ার স্কোর ১১৯ রান ৪ উইকেটে, ব‍্যাট করছেন হ‍্যান্ডসকম্ব এবং ক‍্যারে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুর টেস্টে শুভমান গিলকে খেলতে না দেখে গর্জে উঠলো নেটিজনরা