
Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক করলেন উইকেট কিপার ব্যাটার কে এস ভারত। অন্ধ্রের এই ক্রিকেটার দীর্ঘ সময় ভারতের ব্যাক আপ উইকেট কিপার হিসেবে থেকে এসেছেন, গতবছরের শেষে গাড়ি দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল ভারতের এক নম্বর উইকেট কিপার ঋষভ পন্ত, আপাতত তিনি মাঠের বাইরে আছেন, এর ফলে অবশেষে টেস্ট অভিষেক ঘটলো ভারতের।
২০২১ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পরিবর্ত ক্রিকেটার হিসেবে কিছু সময় নিজের প্রতিভা জাহির করার সুযোগ পান। এরপর সিনিয়র উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার জায়গায় পাকাপাকি ভাবে ভারতের টেস্ট দলের দ্বিতীয় উইকেট কিপারের জায়গা নিয়েছিলেন ভারত। (Border-Gavaskar Trophy, 1st Test)
পন্ত খেলায় নিজের সুযোগের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ভারতকে। তবে খেলার সুযোগ না পেলেও নিজেকে ধারালো করে তোলার কাজ চালিয়ে গেছিলেন তিনি। (Border-Gavaskar Trophy, 1st Test)
প্রথম টেস্ট খেলার সুযোগ আসা অবধি এই দীর্ঘ জার্নিতে পাশে থাকা সকল মানুষকে স্মরণ করলেন ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন, (Border-Gavaskar Trophy, 1st Test)
“এটা আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। বিশাল একটা আবেগ কাজ করছে। এটা শুধু আমার একার স্বপ্ন নয়, আরো অনেক মানুষ আমাকে দেশের হয়ে খেলতে দেখার স্বপ্ন দেখেছিলো। এতো গুলো বছর এতো পরিশ্রম, এতো মানুষের সমর্থন, আমার সতীর্থরা, পরিবার, স্ত্রী, অভিভাবক, বন্ধু এবং সকল কোচেরা, তারা না থাকলে এই দিনটা দেখতে পেতাম না। আমার মতে তাদের সকলের সাধুবাদ প্রাপ্য, তাদের জন্যে আজ আমি এই জায়গায় পৌঁছেছি।”
As @KonaBharat gets set for the biggest day in his life, the Test debutant recalls his long journey to the top 👍 👍 – By @RajalArora
— BCCI (@BCCI) February 9, 2023
FULL INTERVIEW 🎥 🔽 #TeamIndia | #INDvAUS https://t.co/BLCpG0eOns pic.twitter.com/mih3f2AdIk
Debut in international cricket for @KonaBharat 👍 👍
— BCCI (@BCCI) February 9, 2023
A special moment for him as he receives his Test cap from @cheteshwar1 👌 👌#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/dRxQy8IRvZ
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো খেলে আসছেন ভারত। ২০১২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করার পর থেকে এখনো অবধি মোট ৭৯ টা ম্যাচ খেলেছেন তিনি। ভারতের ‘এ’ দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে দেখা গেছে তাকে।
এর আগে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতের ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। এবার জাতীয় দলে ফের ভারতের প্রাক্তন অধিনায়কের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন।
ভারত বলেছেন রাহুল দ্রাবিড় সব সময় তার নিজের খেলার উপর আস্থা রাখতে বলেছেন, কখনও বাড়তি কিছু চাপিয়ে দেন না, তার বক্তব্য,
“আমার খেলা পরিবর্তন করার কোনও চেষ্টা কোনও দিন’ই করেননি রাহুল স্যার। সব সময় তিনি বলেন তুমি যেমন ক্রিকেটার, তেমনই খেরা চালিয়ে যাও, কোথাও কোনও সমস্যা নেই।”
অভিষেকের পরেই অস্ট্রেলিয়ার উসমান খোয়াজার এলবিডব্লিউতে আউট হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারত। অধিনায়ক রোহিত শর্মাকে তিনি প্রভাবিত করেছিলেন রিভিউ নেওয়ার জন্য, তার ফলে নাগপুর টেস্টের শুরুতে মাত্র এক রানে আউট হয়ে যান খোয়াজা।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অবশেষে টেস্ট অভিষেক করলেন সূর্য কুমার যাদব