Border-Gavaskar Trophy, 1st Test : স্টিভ স্মিথের সহজ ক‍্যাচ হাতছাড়া করলেন কোহলি, দেখুন ভিডিও

0
366
Border-Gavaskar Trophy, 1st Test : Kohli misses Steve Smith's easy catch, watch video
Border-Gavaskar Trophy, 1st Test : Kohli misses Steve Smith's easy catch, watch video

Border-Gavaskar Trophy, 1st Test – স্লিপে দাড়িয়ে স্টিভ স্মিথের সহজ ক‍্যাচ হাতছাড়া করলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচ খেলতে নেমেছে ভারত – অস্ট্রেলিয়া। ঘটনাটি ঘটেছে ইনিংসের ১৬ নম্বর ওভারে।

ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্স। আক্সারের দ্রুত ডেলিভারি সপাটে চালিয়ে সামাল দিতে উদ‍্যত হন স্মিথ। বল এজ হয়ে প্রথম স্লিপে দাড়িয়ে থাকা বিরাট কোহলির দিকে এগিয়ে যায়। (Border-Gavaskar Trophy, 1st Test)

ডান হাত দিয়ে বল তালুবন্দী করতে গেলেও তা ফস্কে যায় বিরাট কোহলির হাত থেকে। নিশ্চিত ভাবে বিষয়টি আশীর্বাদ বিশ্বের এক নম্বর ব‍্যাটারের কাছে। কারণ ইতিমধ্যে অস্ট্রেলিয়ার দুটো উইকেট পড়ে গেছে। তাই অসিদের পরিস্থিতি যে ভীষণ সঙ্গীন হয়ে পড়েছে, সেটা বলাই যায়। (Border-Gavaskar Trophy, 1st Test)

আসা যাক খেলার প্রসঙ্গে, ইনিংসের দ্বিতীয় ওভারে উসমান খোয়াজার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মারাত্মক চাপে ফেলে দেয় মহম্মদ সিরাজ। অবশ্য প্রথমে অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন আউট দেননি, কিন্তু ভারতের উইকেট কিপার সিরাজকে রিভিউ নিতে বলেন।

আরও পড়ুনঃ INDW vs BANW Warm-Up Match : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে গুঁড়িয়ে দিল ভারতের মহিলা ব্রিগেড

এর পরের ওভারে মহম্মদ শামি উপড়ে দেন ওয়ার্নারের উইকেট। বা হাতি এই তারকা অসি ব‍্যাটারের রাউন্ড দ‍্য উইকেটের পেসারদের সামলাতে দূর্বলতা প্রকট হয়ে উঠছে। শামি নিখুঁত এ্যঙ্গেলে রাখা বল সামাল দিতে গিয়ে ইনসাইড এজ হয়ে উড়িয়ে দেয় ডেভিড ওয়ার্নারের স্টাম্প। ২ রানে ২ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। (Border-Gavaskar Trophy, 1st Test)

পরপর দুই উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন স্টিভ স্মিথ এবং মার্নুস লাবুসানে। ভারতের স্পিনারদের বেশ ভালো ভাবেই সামাল দেওয়ার চেষ্টা করেন দুজনে।

দুজন মিলে জুঁটিতে ৭৪ রান জোড়ে,যার ফলে লাঞ্চে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিলো ২ উইকেটে ৭৬ রান। ক্রিজে আছেন স্মিথ (১৯) এবং লাবুসানে (৪৭)।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : “আমার একার স্বপ্ন ছিলো না”, টেস্ট অভিষেকে আবেগে ভাসলেন ভারত