
Border-Gavaskar Trophy, 1st Test – ভারতের সহ অধিনায়ক কে এল রাহুলের ফর্ম নিয়ে চিন্তিত নয় দল। সাফ জানিয়ে দিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিক্রম বলেছেন রাহুলের শেষ ১০ টা টেস্ট ম্যাচে দুটি সেঞ্চুরি এবং দুটো হাফ সেঞ্চুরি আছে।
নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ২০ রান করে আউট হয়েছিলেন কে এল রাহুল। ম্যাচে অভিষেক করা অসি স্পিনার টড ফিলিপসকে সহজেই নিজের উইকেট দিয়ে বসেন রাহুল। কার্যত উইকেট টি উপহার দিয়েছেন তিনি বলা চলে। শেষ আটটি টেস্ট ইনিংসে রাহুলের সর্বোচ্চ স্কোর মাত্র ২৩। (Border-Gavaskar Trophy, 1st Test)
এবং শ্রীহীন ফর্মের জেরে সোশ্যাল মিডিয়ায় রাহুলকে নিয়ে ভীষণ সমালোচনা জারি ছিলো। কারণ শুভমান গিলের মতো একজন ইনফর্ম ভারতীয় ব্যাটারকে খেলায়নি ভারত প্রথম ম্যাচে। এবার কি তাহলে রাহুলের টেস্ট দলে থাকা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হলো ? এরকম প্রশ্ন তৈরী হয়েছিলো।
আরও পড়ুনঃ Sandeep Lamichhane : আবারও ২২ গজে ফিরতে চলেছেন ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত নেপাল তারকা সন্দীপ লামিচানে
এবিষয় ভারতের ব্যাটিং কোচের বক্তব্য, (Border-Gavaskar Trophy, 1st Test)
“আমার এই ব্যাপারে কোনও মন্তব্য করার নেই। কে এল রাহুল শেষ যে দশটা টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে জোড়া সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি আছে। ওর সাউথ আফ্রিকায় একটা সেঞ্চুরি আছে, আর আছে ইংল্যান্ডে। তাই আমার মনে হয়না। এই বিষয় কোনও প্রশ্ন থাকা উচিত।”
গত বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে রাহুল ভারতকে নেতৃত্ব দিয়েছিলো। ভারত ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলেও রাহুল ব্যাট হাতে কোনও ইতিবাচক ভূমিকা পালন করতে পারেননি। যদিও সেই সিরিজে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল।