
Border-Gavaskar Trophy, 1st Test – সূত্রের খবর অনুযায়ী বর্ডার – গাভাস্কার ট্রফির শেষ দুই ম্যাচ মিস করতে চলেছে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।
পিঠের চোট সেরে না ওঠার জন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্ট ম্যাচ মিস করছেন জসপ্রীত বুমরাহ। বর্তমানে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি চোট সারানোর কাজে লেগে রয়েছেন। (Border-Gavaskar Trophy, 1st Test)
কয়েক দিন আগে শোনা যাচ্ছিলো জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে বোলিং প্রাক্টিস শুরু করেছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টে তার প্রত্যাবর্তন করার সম্ভাবনা প্রবল। (Border-Gavaskar Trophy, 1st Test)
The Telegraph এর রিপোর্ট অনুযায়ী এবছর ওয়ানডে বিশ্বকাপ থাকার জন্যে জসপ্রীত বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেনা ভারতের টিম ম্যানেজমেন্ট। বরং বুমরাহ কে পুরোপুরি ভাবে ফিট করে তোলাটাই এখন লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। (Border-Gavaskar Trophy, 1st Test)
টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই ওডিআই সিরিজে জসপ্রীত বুমরাহ খেলবেন কিনা সেই বিষয় পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহে। ১৭ ই মার্চ থেকে ২২ শে মার্চ জুড়ে খেলা হবে ভারত – অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।
সূত্রের দাবি,
“শেষ কয়েক দিন পূর্ণ উদ্যমে নেটে বোলিং করছেন বুমরাহ। বেশ ভালো বোলিং করছে। বোলিং করতে গিয়ে কোনও আড়ষ্টতা অনুভব করছেন না বুমরাহ।”
Jasprit Bumrah set to miss the final two BGT Tests too as it can be risky to rush him in the World Cup year. (Reported by Telegraph).@mufaddal_vohra pic.twitter.com/37K0i5c3x9
— δειτα MIHIR (@lullabysunte) February 10, 2023
Jasprit Bumrah with Shikhar Dhawan at the NCA. pic.twitter.com/qtnx6JBc8K
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 7, 2023
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাদা বলে প্রাক্টিস করছেন জসপ্রীত বুমরাহ। আর এর মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে শেষ দুটো টেস্ট ম্যাচ খেলবেনা জসপ্রীত বুমরাহ।
শেষ কয়েক মাস চোটাঘাতে ভুগে চলেছেন জসপ্রীত বুমরাহ। ২০২২ সালে ২৫ শে সেপ্টেম্বর হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে শেষ বার একটি টি টোয়েন্টি ম্যাচে খেলতে দেখা গেছিলো জসপ্রীত বুমরাহ। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তার নাম থাকলেও পরবর্তী সময়ে তার জায়গায় সুযোগ পান মহম্মদ শামি।
এরপর গত মাসে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের দলে ছিলেন বুমরাহ। এরপর পিঠে যন্ত্রণা অনুভব করায় ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে আর খেলানোর ঝুঁকি নেইনি।
ভারতের হয়ে এখনও অবধি ৩০ টা টেস্ট, ৭২ টা ওয়ানডে এবং ৬০ খানা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন জসপ্রীত বুমরাহ।