Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্টে কূলদীপ যাদব না খেলায় হতাশ দানীশ কানেরিয়া

0
16
Border-Gavaskar Trophy, 1st Test : “It’s Beyond My Understanding Why He Didn’t Play” – Danish Kaneria Feels Kuldeep Yadav Brings Variety To The Bowling Lineup
Border-Gavaskar Trophy, 1st Test : “It’s Beyond My Understanding Why He Didn’t Play” – Danish Kaneria Feels Kuldeep Yadav Brings Variety To The Bowling Lineup

Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে কূলদীপ যাদবের বদলে তৃতীয় স্পিনার হিসেবে আক্সার প‍্যাটেলকে খেলতে দেখে ভীষণ অবাক হয়েছেন প্রাক্তন পাকিস্তানের লেগ স্পিনার দানীশ কানেরিয়া।

দলের প্রথম দুই স্পিনার হিসেবে অটোমেটিক চয়েস ছিলো রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এরপর তৃতীয় স্পিনার হিসেবে খেলবেন কে সেটা নিয়ে সকলের মনে প্রশ্ন তৈরী হয়েছিল। (Border-Gavaskar Trophy, 1st Test)

নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে দানীশ কানেরিয়া বলেছেন রবীন্দ্র জাদেজা এবং আক্সার প‍্যাটেলের বোলিং করার ধরন প্রায় এক। আক্সারের বদলে কূলদীপ যাদবকে দলে নিলে আরও বৈচিত্র্য যুক্ত হতো ভারতের বোলিং লাইন আপে। (Border-Gavaskar Trophy, 1st Test)

তিনি বলেছেন,

“কূলদীপ যাদব না খেলায় ভীষণ হতাশ আমি। যদি বাঁ হাতি ফিঙ্গার স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা খেলছেন। তাহলে আক্সার প‍্যাটেলকে খেলানোর কি দরকার ছিলো‌। পিচে যখন টার্ন আছে, তখন কূলদীপ কেনো নেওয়া হলোনা জাদেজা এবং অশ্বিনের সাথে ? আমি বুঝতে পারছিনা কেনো ওর খেলার সুযোগ হলোনা।”

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : শুভমান গিলের ওপেন করা উচিত ছিলো নাগপুর টেস্টে, মত প্রাক্তন পাক তারকার

আসলে ভারত ব‍্যাটিং লাইন আপটা পোক্ত রাখতে আক্সার  প‍্যাটেলকে খেলিয়েছে ভারত। এ মনটাই মনে করেন দানীশ কানেরিয়া। প্রথম ইনিংসে একটিও উইকেট নিতে পারেনি আক্সার, এরফলে পরিস্কার যে এই ভারতীয় দলে কূলদীপ যাদবের মতো একজন জেনুইন উইকেট টেকার নেওয়ার প্রয়োজন ছিলো। এমনটাই মত দানীশের।

তিনি বলেছেন,

“অনেকে বলছেন দলের ব‍্যাটিং ভাগ পোক্ত করতে আক্সার প‍্যাটেলকে কূলদীপ যাদবের জায়গায় খেলানো হচ্ছে। কিন্তু টেস্ট জিততে হলে প্রয়োজন ২০ টা উইকেট তোলার। দলের সমস্ত উইকেট টেকিং অপশন ব‍্যবহার করার প্রয়োজন আছে এখানে। আর কূলদীপ যাদব হলেন সেই উইকেট টেকার বোলার।”

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নবাগত অসি স্পিনারের স্পিন জালে ধরা দিয়ে অবাক কোহলি, ভাইরাল হলো ভিডিও