Border-Gavaskar Trophy, 1st Test : “রোহিতের নাগপুরের সেঞ্চুরিটা স্পেশাল” : বিক্রম রাঠোর

0
8
Border-Gavaskar Trophy, 1st Test : 'It was a special innings by Rohit', says batting coach Vikram Rathour
Border-Gavaskar Trophy, 1st Test : 'It was a special innings by Rohit', says batting coach Vikram Rathour

Border-Gavaskar Trophy, 1st Test – সদ‍্য সমাপ্ত নাগপুর টেস্টের প্রথম দিন যখন অল্প রানে আউট হয়ে ফিরেছিলেন কে এল রাহুল।তখন উল্টো দিকে থাকা দলের অধিনায়ক রোহিত শর্মা তার হাফ সেঞ্চুরি কে পরের দিন সেঞ্চুরিতে পরিবর্তন করেছিলেন। শুক্রবার ১৫ টা চার এবং ২ টো ছক্কা সহযোগে ১২০ রান করে আউট হন রোহিত শর্মা প‍্যাট কামিন্সের বলে।

ভারত অধিনায়কের এমন ব‍্যাটিং পারফরম্যান্সে ব‍্যাপারে ভারতের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোরকে প্রতিক্রিয়া দিতে বলা হলে তিনি বলেছেন,(Border-Gavaskar Trophy, 1st Test)

“রোহিতের এই ইনিংসটা খুবই স্পেশাল। কারণ নাগপুরের পিচে খেলা খুব কঠিন। খুব পরিশ্রম করেছে রোহিত। রান করার সময় আলাদাই টেম্পারমেন্ট দেখিয়েছে। এই ইনিংস টা দলের দিক দিয়ে বিচার করলেও খুব গুরুত্বপূর্ণ ছিলো, এই পিচটাই এমন।‌ তাই যে টেম্পারমেন্টে ব‍্যাট করেছে সেটা এক কথায় অসাধারণ।”

রোহিতের টেস্ট ম‍্যাচে ব‍্যাট করার সময় এতো বৈচিত্র্যময়তার ব‍্যাপারে জানতে চাওয়া হলে বিক্রম বলেছেন, রোহিতের যেকোনো পিচের সাথে মানিয়ে নেওয়ার গুনের কথা।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : শাহরুখের ‘ঝুমে যো পাঠান’ গানে কোমড় দোলালেন কোহলি, ভাইরাল হলো ভিডিও

তার বক্তব্য,

“ব‍্যাটার হিসেবে ওর সবচেয়ে বড়ো গুন যেকোনো পরিস্থিতির সাথে দারুণ মানিয়ে নিতে পারে নিজেকে। রোহিত এমন একজন ক্রিকেটার যে খেলা ঘুরিয়ে দিতে পারে যখন তখন। আমরা ওকে ভারতে দেখেছি ব‍্যাট করতে, এর আগে যখন সাউথ আফ্রিকার বিপক্ষে ওপেন করলো তখনও দেখেছি।

যখন রোহিত ইংল্যান্ডে খেলতে গেলো, তখন পিচ সম্পূর্ণ ভিন্ন ছিলো। সেখানে টাইট ক্রিকেট খেলার প্রয়োজন ছিলো‌। সাধারণ রোহিত কোনো ম‍্যাচের প্রথম কয়েকটি বল ধরে খেলার পর হাত খোলা শুরু করে। ও সত‍্যি অসাধারণ খেলেছে।”

আরও পড়ুনঃ Murali Vijay : মুম্বাইয়ের ক্রিকেটারেরা দক্ষিণের ক্রিকেটারদের ভালো সহ‍্য করতে পারে না, বিতর্কিত দাবী মুরলী বিজয়ের