Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুরের ড্রেসিংরুমে ইন্দিরানগরের গুন্ডার মেজাজে দ্রাবিড়, ভাইরাল হলো ভিডিও

0
97
Border-Gavaskar Trophy, 1st Test : 'Indiranagar ka gunda in dressing room': Dravid gets pumped up as Siraj gets Khawaja on successful review - WATCH
Border-Gavaskar Trophy, 1st Test : 'Indiranagar ka gunda in dressing room': Dravid gets pumped up as Siraj gets Khawaja on successful review - WATCH

Border-Gavaskar Trophy, 1st Test – সব সময় শান্ত এবং ধীর মানসিকতার জন্যে বিশেষ পরিচিত রাহুল দ্রাবিড়। কিন্তু বৃহস্পতিবার নাগপুরে খেলা শুরুর কয়েক মুহূর্তের মধ্যে নিজের আবেগ কে দমিয়ে রাখতে পারলেন না তিনি। সৈজন‍্যে মহম্মদ সিরাজের আগুনে গোলার মতো বোলিং।

সিরাজের লেগ স্টাম্প বরাবর লক্ষ‍্য করে ছোড়া বল খোঁয়াজাকে উইকেটের সামনে বিপাকে ফেলে দেয়। এলবিডব্লিউর আবেদন করেন সিরাজ। কিন্তু অনফিল্ড আম্পায়ার তা নাকচ করে দেন। এরপর ভারত অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নিলে দেখা যায় বল লাইনে আছে এবং উইকেটে হিট করে। তারপর খোয়াজাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। একটা সফল রিভিউ নেওয়ায় রোহিত, রাহুলদের উল্লাস চোখে পড়ে, কিন্তু উল্লাস ভারতের ড্রেসিংরুমেও চোখে পড়েছে। পরে সেই ভিডিও দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অবশেষে টেস্ট অভিষেক করলেন সূর্য কুমার যাদব

খোয়াজা আউট হতেই ড্রেসিংরুমে ভারত কোচ দ্রাবিড়ের উল্লাস ক‍্যামেরা বন্দী হয়। পরবর্তী সময়ে সেই ভিডিও ভাইরাল হতে খুব বেশি একটা সময় নেইনি। দ্রাবিড়ের এই রুপ অনেকটা তার ‘ইন্দিরা নগরের গুন্ডা’ অবতারের কথা মনে করিয়ে দিয়েছে। দ্রাবিড়ের সেই বিজ্ঞাপন দারুণ জনপ্রিয় হয়েছিল। (Border-Gavaskar Trophy, 1st Test)

খোয়াজার আউট হওয়ার রেশ কাটার আগেই ফের অসি শিবিরে ধাক্কা দেয় ভারত।ডেভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মহম্মদ শামি। ২ রানে ২ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এখন দলের হাল সামলাচ্ছেন স্টিভ স্মিথ এবং বিশ্বের এক নম্বর টেস্ট ব‍্যাটার মার্নুস লাবুসানে।

এর আগে ভারত প্রথম একাদশে বিরাট চমক দেয় শুভমান গিলকে বাইরে রেখে। নাগপুরে টেস্ট অভিষেক করলেন সূর্য কুমার যাদব এবং কে এস ভারত।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বর্ডার গাভাস্কার ট্রফির নতুন নাম দিলেন সচিন তেন্ডুলকার