Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুর টেস্টে শুভমান গিলকে খেলতে না দেখে গর্জে উঠলো নেটিজনরা

0
26
Border-Gavaskar Trophy, 1st Test : Indian fans perplexed to not see Shubman Gill in Playing XI
Border-Gavaskar Trophy, 1st Test : Indian fans perplexed to not see Shubman Gill in Playing XI

Border-Gavaskar Trophy, 1st Test – বৃহস্পতিবার নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। টসের সময় রোহিত শর্মা প্রথম একাদশ ঘোষণা করেন, সেখানে স্থান হয়নি শুভমান গিলের। আপাতত ফর্মহীন দলের সহ অধিনায়ক কে এল রাহুলের উপর ভরসা রেখেছে টিম ইন্ডিয়ার ম‍্যানেজমেন্ট।

বর্তমানে অসামান্য ফর্মে আছেন শুভমান গিল, তাই তার প্রবল সম্ভাবনা ছিলো রাহুলের বদলে প্রথম টেস্টে খেলার। প্রথম একাদশে প্রত‍্যাবর্তন করেছেন রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামি। তবে জায়গা হয়নি কূলদীপ যাদবের। ভারতের তিন স্পিনার অশ্বিন, জাদেজা, আক্সার। দুই পেসার শামি এবং সিরাজ। (Border-Gavaskar Trophy, 1st Test)

এদিন টেস্ট অভিষেক করলেন ভারত এবং সূর্য কুমার যাদব। তবে সবচেয়ে বড়ো চমক অবশ্যই শুভমান গিলের খেলার সুযোগ না পাওয়া। গত কয়েক মাসে বিশ্ব ক্রিকেটে শুভমান গিল সবচেয়ে বেশী রান করেছেন। তবে এমন পারফরম্যান্স দেওয়া সত্বেও রাহুলকে প্রথম একাদশে রেখে দিলো ভারত। (Border-Gavaskar Trophy, 1st Test)

গিলকে সুযোগ না পেতে দেখে ভীষণ হতাশ হয়েছেন ভারতের সমর্থক থেকে প্রাক্তন ক্রিকেটারেরা। সোশ্যাল মিডিয়ায় ভীষণ হতাশা প্রকাশ করছেন তারা। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : স্টিভ স্মিথের সহজ ক‍্যাচ হাতছাড়া করলেন কোহলি, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ার দলেও দুটো বদল দেখা গেছে। বিশ্বের চার নম্বর টেস্ট ব‍্যাটার ট্রাভিস হেডের বদলে সুযোগ পেয়েছেন পিটার হ‍্যান্ডসকম্ব এবং অ্যাস্টন আগারের জায়গায় এসেছেন টড মার্ফি।

আরও পড়ুনঃ INDW vs BANW Warm-Up Match : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে গুঁড়িয়ে দিল ভারতের মহিলা ব্রিগেড